নির্ভয়ে ডিম খাওয়ার বার্তা খাদ্য সুরক্ষা আধিকারিকের

রায়গঞ্জ, ৯ এপ্রিলঃ মুখ্যমন্ত্রীর পর এবারে ডিম নিয়ে অভয়বাণী শোনালেন গৌড়বঙ্গের ৩ জেলার দায়িত্বে থাকা খাদ্য সুরক্ষা আধিকারিক বিশ্বজিৎ মান্না। সাম্প্রতিক সময়ে প্লাস্টিক ডিম নিয়ে যে কাণ্ড চলছে, তার কোনো বাস্তব ভিত্তি নেই বলে রবিবার স্পষ্ট করেন মালদা ও দুই দিনাজপুর জেলার দায়িত্বে থাকা জেলা খাদ্য সুরক্ষা আধিকারিক। ডিম আতঙ্কের পিছনে মূলত গুজবকেই দায়ী করেছেন তিনি।

গত বুধবার উত্তর দিনাজপুরে ডিমের নমুনা সংগ্রহে নেমেছিলেন বিশ্বজিৎবাবু। সংগৃহীত ডিম পরীক্ষার জন্য স্বস্থ্যদপ্তরের ল্যাবে পাঠানো হলেও প্রাথমিকভাবে প্লাস্টিকের উপস্থিতি নিয়ে তেমন কোনো প্রমাণ নেই বলেই জানিয়েছেন তিনি। যে ধরনের ডিম নিয়ে আতঙ্ক ছড়িয়েছে, সেটি আসলে খারাপ ডিম। তেমনটাই দাবি জেলা খাদ্য সুরক্ষা আধিকারিকের।



from Uttarbanga Sambad http://ift.tt/2oel5IW

April 09, 2017 at 08:30PM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top