মুম্বাই, ০৫ এপ্রিল- ফের কাস্টিং কাউচ। ফিল্মি দুনিয়ায় এই সমস্যার শিকার হতে হয়েছে বহু কলাকুশলীকেই। এ বার ইন্ডাস্ট্রির রন্ধ্রে রন্ধ্রে বাসা বাঁধা এই সমস্যা নিয়ে মুখ খুললেন মালায়লম অভিনেত্রী পার্বতী মেনন। সম্প্রতি একটি টক শো-তে সাক্ষাৎকার দেওয়ার সময় অভিনেত্রী বলেন, অফ কোর্স, মালায়লম ইন্ডাস্ট্রিতেই কাস্টিং কাউচের সমস্যা রয়েছে। পার্বতী জানান, এই সমস্যার কবল থেকে বাদ যাননি তিনিও। তার কাছেও এসেছিল অফার। তবে তার উত্তর যে নেতিবাচক ছিল তাও সাক্ষাৎকারে জানিয়েছেন পার্বতী। পার্বতী এ-ও জানান, অন্য অনেক ইন্ডাস্ট্রিতেই কাজ করেছেন তিনি। কিন্তু হিন্দি, তামিল বা কন্নড় ইন্ডাস্ট্রিতে কখনও কাস্টিং কাউচের কবলে পড়েননি বলে জানান ওই অভিনেত্রী। মালায়লম ছবিতে নিজের স্ট্রাগলের দিনের অভিজ্ঞতা শেয়ার করার সময় পার্বতী জানান, সিনিয়র পরিচালক থেকে অভিনেতা সকলে প্রকাশ্যেই প্রস্তাব দিত। কিন্তু আমি সেই সমস্ত মানুষের সঙ্গে কখনোই কাজ করিনি। আমার মনে হয়, কেরিয়ারের প্রথম দিকে দীর্ঘ দিন কাজ না পাওয়ার পিছনে এটাই বড় কারণ। পার্বতী জানান, সেই সময় অনেকেই তাকে বোঝানোর চেষ্টা করেছিল এ ভাবেই ইন্ডাস্ট্রিতে কাজ পেতে হয়। কিন্তু আমাদেরও বোঝা উচিত না বলার শক্তি আছে আমাদের মধ্যে- জানালেন পার্বতী। আর/১৭:১৪/০৫ এপ্রিল
from First Bangla interactive newspaper - Deshe Bideshe http://ift.tt/2naovPj
April 06, 2017 at 12:22AM
এতে সদস্যতা:
মন্তব্যগুলি পোস্ট করুন (Atom)
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন