কলকাতা, ১৩ এপ্রিল- মমতা ব্যানার্জির বিরুদ্ধে আলিগড়ের বিজেপির যুব মোর্চা নেতার খুনের হুমকিকে ঘিরে কেন্দ্রীয় রাজনীতিতে তোলপাড় হলেও বিষয়টিকে গুরুত্ব দিতে নারাজ খোদ পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী। তিনি বলেন, ওদের কথার কোনো গুরুত্ব নেই। পাগলে কী না বলে। যত ইচ্ছে গালাগালি করুন, কুৎসা করুন, ষড়যন্ত্র করুন। ঈশ্বর ক্ষমা করুন। গুরুত্ব দিই না। এতে আমার গায়ে ফোসকা পড়ে না। খবর এবিপি আনন্দের। এর আগে, হনুমান জয়ন্তী উপলক্ষে মিছিলের উপর এরাজ্যের পুলিশ লাঠিচার্জ করছে বলে অভিযোগ করেন বিজেপির যুব মোর্চা নেতা যোগেশ ভার্শনে। উত্তরপ্রদেশের আলিগড় থেকে মমতা ব্যানার্জিকে শয়তান উল্লেখ করে খুনের ফতোয়া জারি করেন যোগেশ। এমনকি, মুখ্যমন্ত্রীর মাথার দাম ১১ লক্ষ টাকা ধার্য করেন তিনি। এই নিয়ে বুধবার সরগরম ছিল কেন্দ্রীয় রাজনীতি। মন্তব্যের ঝড় আছড়ে পড়ে সংসদেও। দল মত নির্বিশেষে সকলেই এই মন্তব্যের তীব্র নিন্দা করে। কেন্দ্রও জানিয়ে দেয়, চাইলে রাজ্য ওই নেতার বিরুদ্ধে ব্যবস্থা নিতে পারে। এই সবের মধ্যেও বিষয়টিকে একেবারেই গুরুত্ব দিতে নারাজ মুখ্যমন্ত্রী নিজে। হুমকি-প্রসঙ্গে প্রতিক্রিয়া জানাতে গিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় সরাসরি কোনও মন্তব্য করেননি। তাঁর গলায় ছিল শুধু শ্লেষের সুর। মুর্শিদাবাদের ডোমকলে একটি জনসভায় বক্তব্য রাখছিলেন মুখ্যমন্ত্রী। সেখানে তিনি আরও জানান, তাঁকে প্রতিনিয়ত এসব সহ্য করতে হয়। তিনি বলেন, আমার বিরুদ্ধে প্রায়ই আক্রমণাত্মক শব্দ ব্যবহার করা হয়ে থাকে। ওরা যত এধরনের কথা বলবে, তত আমরা উন্নতি করব। আর/১২:১৪/১৩ এপ্রিল



from First Bangla interactive newspaper - Deshe Bideshe http://ift.tt/2o71l99
April 13, 2017 at 06:57AM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top