নয়াদিল্লি, ১৪ এপ্রিলঃ শুক্রবার সংবিধানের রূপকার ডঃ ভিমরাও আম্বেদকরের ১২৬ তম জন্মবার্ষিকীতে নাগপুরে একটি অনুষ্ঠানে যোগদান করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এদিন তিনি বেশ কয়েকটি প্রকল্পের সূচনা করেন। ক্যাশলেস অর্থনীতির প্রতি ভারতকে আরও একধাপ এগিয়ে দিলেন তিনি। পারে। সরকারিভাবে ভীম মোবাইল অ্যাপ্লিকেশনটির উদ্বোধন করেন।
ভীম-আধার ডিজিটাল পেমেন্ট প্ল্যাটফর্ম ব্যবহারের সুযোগসুবিধার কথা জানাতে গিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বলেন, প্রথমে ভীম অ্যাপটি ডাউনলোড করতে হবে। এরপর কাউকে তা রেফার করতে হবে। যার রেফারাল কোড ব্যাবহার করে কোনো উপভোক্তা সেটি ডাউনলোড করবেন তিনি এবং সেই উপভোক্তা দুজনের অ্যাকাউন্টেই ১০ টাকা করে জমা হতে থাকবে। এই বোনাস স্কিমের ফলে যতজন এই রেফারাল ব্যবহার করে ভীম অ্যাপ ডাউনলোড করবে, ততবারই প্রথম উপভোক্তা ও পরবর্তী সকল উপভোক্তার অ্যাকাউন্টে ১০ টাকা করে যোগ হতে থাকবে।
আবার ক্যাশব্যাক স্কিমের ফলে যতবার ভীম অ্যাপ ব্যবহার করা হবে, ততবার ক্যাশব্যাকের সুবিধে পাবেন উপভোক্তা।
এদিন প্রধনমন্ত্রী বলেন, ভীম-আধার ডিজিটাল পেমেন্টস প্ল্যাটফর্ম ভারতীয় অর্থনীতিতে বিপ্লব আনতে সক্ষম। ফলে ডিজিটাল লেনদেন বাড়বে। সফল হবে ক্যাশলেস ইকোনমির স্বপ্ন। কমবে কালো টাকার কারবার।
from Uttarbanga Sambad http://ift.tt/2oy84eW
April 14, 2017 at 05:48PM
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন