এশিয়ান চ্যাম্পিয়নশিপে এগোলেন সিন্ধু, সাইনার বিদায়

ইউহান, ২৬ এপ্রিলঃ ইন্ডিয়ান ওপেন ও সৈয়দ মোদি গ্রাঁ প্রি জেতার মাধ্যমেই তাঁর দূরন্ত ফর্মের ইঙ্গিত পাওয়া গিয়েছিল। সেই ধারাবাহিকতা বজায় রেখেই এশিয়ান চ্যাম্পিয়নশিপের দ্বিতীয় রাউন্ডে পৌঁছে গেলেন ভারতের তারকা শাটলার পি ভি সিন্ধু। মঙ্গলবার প্রথম রাউন্ডে তিনি স্ট্রেট সেটে ইন্দোনেশিয়ার দিনার দিয়া অস্টিনকে উড়িয়ে দিয়েছেন। ৩১ মিনিটের লড়াই শেষে খেলার ফল চতুর্থ বাছাই সিন্ধুর পক্ষে ২১-৮, ২১-১৮। সিন্ধুর দ্বিতীয় রাউন্ডে ওঠার দিনে অবশ্য অপ্রত্যাশিতভাবে বিদায় নিলেন লন্ডন অলিম্পিকে ব্রোঞ্জজয়ী সাইনা নেহওয়াল। প্রথম সেট জিতলেও জাপানের সায়াকা সাতোর বিরুদ্ধে ২১-১৯, ১৬-২১, ১৮-২১ পয়েন্টে হেরে যান সাইনা।

পুরুষদের সিঙ্গলসে দ্বিতীয় রাউন্ড নিশ্চিত করেছেন টুর্নামেন্টে ভারতের অন্যতম সেরা বাজি অজয় জয়রাম। কঠিন লড়াইয়ের পর তিনি ২১-১৮, ১৮-২১, ২১-১৯ পয়েন্টে পঞ্চম বাছাই চিনের তিয়ান হাউইকে হারিয়ে দেন। তবে, মিক্সড ডাবলসে প্রণব জেরি চোপরা ও সিক্কি রেড্ডির অভিযান প্রথম রাউন্ডেই শেষ হয়ে গেছে। তারা ১৫-২১, ২১-১৪, ১৬-২১ পয়েন্টে শীর্ষবাছাই চিনের জেং সিউই ও চেন কুইংচেনের বিরুদ্ধে হেরে যান। অন্যদিকে, মহিলাদের ডাবলসে অশ্বিনী পোনাপ্পাকে সঙ্গে নিয়ে সিক্কি প্রথমদিনই টুর্নামেন্ট থেকে বিদায় নিয়েছেন। একই পরিণতি ঘটেছে মনু অত্রি ও বি সুমিত রেড্ডি জুটিরও। তারা এদিন ২১-৯, ২১-১৮ পয়েন্টে চিনের প্রতিপক্ষের বিরুদ্ধে হেরে বিদায় নিশ্চিত করেন।

 



from Uttarbanga Sambad http://ift.tt/2q4PgTq

April 26, 2017 at 05:48PM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top