নিজস্ব প্রতিবেদক ● রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) চলতি শিক্ষাবর্ষে ভর্তি হওয়া কুমিল্লা জেলার শিক্ষার্থীদের বরণ করে নিয়েছে কুমিল্লা জেলা ছাত্র কল্যাণ সমিতি।
সোমবার দুপুরে বিশ্ববিদ্যালয়ের ডিনস ক্যাফেটেরিয়ায় এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
সংগঠনের সাধারণ সম্পাদক সাখওয়াত জামানের সঞ্চালনায় অনুষ্ঠানে অতিথি ছিলেন রাবির আইন বিভাগের অধ্যাপক আব্দুল হান্নান, আরবি সাহিত্য বিভাগের সহকারী অধ্যাপক ড. মো. মনিরুজ্জামান।
অনুষ্ঠানে বক্তারা বলেন, বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষার্থীর প্রধান কাজ হবে পড়াশোনা করা। এখান থেকে জ্ঞান অর্জন করে পুরো বিশ্বে ছড়িয়ে দিতে হবে। প্রথম বর্ষেই একজন শিক্ষার্থীকে মেলে ধরার উপযুক্ত সময়।
এ সময় জেলা সমিতির পক্ষ থেকে মীর মামুন ও মামুনুর রশীদ নামে দুই জন শিক্ষার্থীকে শিক্ষাবৃত্তি প্রদান করা হয়। অনুষ্ঠানে জেলা সমিতির সভাপতি মাহবুবুল আলমসহ শতাধিক শিক্ষার্থী উপস্থিত ছিলেন।
from Comillar Barta™ http://ift.tt/2nVNrZI
April 04, 2017 at 10:38AM
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন