আবু’র গুলিবিদ্ধ স্ত্রী সুমাইয়াকে রাজশাহী মেডিক্যালে স্থানান্তর

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার মোবারক ইউনিয়নের ত্রিমোহনী শিবনগর গ্রামের ‘ জঙ্গি আস্তানা’ থেকে অপারেশন ঈগল হান্টে জীবিত উদ্ধার জেএমবি নেতা রফিকুল ইসলাম আবু’র তিন মাসের অন্তসত্বা স্ত্রী সুমাইয়া খাতুনকে চাঁপাইনবাবগঞ্জ সদর হাসপাতাল থেকে বৃহস্পতিবার গভীর রাতে উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে। তবে, তার শিশুকন্যা সাজিদা চাঁপাইনবাবগঞ্জ সদর হাসপাতালেই রয়েছে।
চাঁপাইনবাবগঞ্জ সদর হাসপাতালের আবাসিক চিকিৎসক আয়েশা জুলেখা বলেন, ‘ শিশুটি হাসপাতালে সম্পুর্ণ সুস্থ্য রয়েছে’।
এদিকে হাসপাতাল সূত্র জানিয়েছে, পায়ে গুলিবিদ্ধ হয়ে আহত সুমাইয়াকে কঠোর নিরাপত্তার মধ্যে রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে রাখা হয়েছে। সেখানে তার পায়ে অস্ত্রপচার করা হবে।
উল্লেখ্য, জেএমবি নেতা রফিকুল ইসলাম আবু’র স্ত্রী সুমাইয়া তিনমাসের অন্তসত্বাও রয়েছেন।

চাঁপাইনবাবগঞ্জ নিউজ/ নিজস্ব প্রতিবেদক ও নিজস্ব প্রতিবেদক, শিবগঞ্জ/ ২৮-০৪-১৭


from Chapainawabganjnews http://ift.tt/2qeYhct

April 28, 2017 at 09:00PM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top