ঢাকা, ১৭ এপ্রিল- অবশেষে নির্মিত হতে যাচ্ছে বহুল আলোচিত চলচ্চিত্র রংবাজ। শামীম আহমেদ রনি পরিচালিত ছবিটিতে সম্প্রতি বিয়ে কাণ্ডে দেশজুড়ে সমালোচিত নায়ক শাকিব খানের সঙ্গে জুটি বেঁধে কাজ করছেন চিত্রনায়িকা বুবলী। এই ছবিতে শাকিবের বিপরীতে বুবলীর কাজ করা নিয়েই তার সঙ্গে বিরোধে জড়ান শাকিবের স্ত্রী অপু বিশ্বাস। একপর্যায়ে টিভিতে লাইভে গিয়ে তিনি প্রকাশ করেন শাকিবের সঙ্গে নয় বছর আগে তার বিয়ের খবর। এ নিয়ে সারা দেশে সমালোচনার মুখে পড়েন কিং খান খ্যাত শাকিব। বলেন, তাকে বাদ দিয়ে আজকাল বুবলীর প্রতি বেশি মনযোগী শাকিব। তিনি বুবলীর সঙ্গে শাকিবের কাজ করা নিয়েও আপত্তি তুলেন। বেশ কিছু গণমাধ্যমেও তিনি বুবলীকে নিয়ে কটু কথা বলেছেন। এমনকি একটি টিভি শোতে শাকিব সাক্ষাতকার দিতে গেলে ওই শোটির ব্যাকগ্রাউন্ডে বুবলীর ছবি দেখা যাওয়ায় ফোনোলাইভে ক্ষোভ প্রকাশ করেন অপু বিশ্বাস। অন্যদিকে বুবলীও স্ট্যাটাস ও গণমাধ্যমে অপুর বিরুদ্ধে নানা ক্ষোভ ঝাড়েন। ঘটনার সূত্র ধরে জল অনেক দূর গড়িয়েছে। সেই স্রোতে ভেসে গেছে তিন তারকার মান-অভিমান ও ভুল বুঝাবুঝি। সব তেতো এখন ভালোবাসার বৃষ্টি হয়ে ঝড়ছে শাকিব-অপুর দাম্পত্য আর বুবলীর সঙ্গে বন্ধুত্বের আকাশে। সম্প্রতি অপু বিশ্বাস নিজেই একটি জাতীয় দৈনিকে বুবলীকে তার সবচেয়ে আপন মানুষ বলে দাবি করেছেন। শাকিবের সঙ্গে তার কাজ করা নিয়েও কোনো আপত্তি নেই বলে জানান তিনি। এরইমাঝে উড়ে বেড়াচ্ছে নতুন খবর। এফডিসি ও কাকরাইলপাড়ায় আলোচিত হচ্ছে রংবাজ ছবিটিতে একসঙ্গে দেখা যাবে শাকিব-অপু ও বুবলীকে। শাকিবের নায়িকা হিসেবে বুবলী কাজ করলেও অপু হাজির হবেন দারুণ এক চমক নিয়ে। ছবির মাঝখানে থাকবে এক ঝলক অপুর উপস্থিতি। বিষয়টির সত্যতা জানতে অপু বিশ্বাসের সঙ্গে যোগাযোগ করা হলে তার ফোনের সংযোগ বন্ধ পাওয়া যায়। তবে পরিচালক শামীম আহমেদ রনি খবরটিকে গুজব বলেই উড়িয়ে দিলেন। কিন্তু একসঙ্গে শাকিব-বুবলী ও অপু বিশ্বাসকে দেখা যাওয়ার বিষয়টিকে শুধু গুজব বলেই মানতে চাইছেন না চলচ্চিত্র পাড়ার লোকজন। তাদের মতে, এরইমধ্যে রংবাজ ছবিটি বিরক্তি তৈরি করেছে দর্শকদের মধ্যে। সেই বিরক্তি কাটিয়ে চমক আনতেই অপুকে যুক্ত করা হচ্ছে রংবাজর সঙ্গে। প্রসঙ্গত, আজ সোমবার (১৭ এপ্রিল) থেকে শুরু হয়েছে রংবাজ ছবির শুটিং। পাবনায় চলতি মাস জুড়েই চলবে এই ছবির কাজ। আর/১৭:১৪/১৭ এপ্রিল



from First Bangla interactive newspaper - Deshe Bideshe http://ift.tt/2pIr6x1
April 17, 2017 at 11:42PM
17 Apr 2017

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

:) :)) ;(( :-) =)) ;( ;-( :d :-d @-) :p :o :>) (o) [-( :-? (p) :-s (m) 8-) :-t :-b b-( :-# =p~ $-) (b) (f) x-) (k) (h) (c) cheer
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.

 
Top