মুম্বাই, ৩০ এপ্রিল- গতবছর বেশ সুসময় চলছিল বলিউড অভিনেত্রী সোনম কাপুরের। নীরজা ছবির জন্য যেমন পেয়েছিলেন সমালোচকদের প্রশংসা, তেমনি বছর শেষে ঝুলিতে পুরেছেন একাধিক পুরস্কার। তবে সময় সবসময় ভালো যাবে, কথাটি সত্য নয়। জানা গেল, সোনম গত শনিবার তার নানিকে হারিয়েছেন। আর সেকারণে শোকাহত এই অভিনেত্রী। সোনম জানান, তার জীবনের সবচেয়ে বড় অনুপ্রেরণা ছিলেন তার নানি। প্রিয়জনদের মধ্যে সবচেয়ে কাছের একজনও ছিলেন। তবে সেই প্রিয়জন আর বেঁচে নেই! ৮৮ বছর বয়সে মারা গেছেন তিনি। শনিবার ব্যক্তিগত টুইটারে নানিকে উৎসর্গ করে একটি টুইট লেখেন এই নায়িকা। সেই সঙ্গে পোস্ট করেন নানির সঙ্গে তার ছোটবেলার একটি ছবি। নানির কোলে ছোটবেলার সোনম কাপুর। ছবি: সংগৃহীত জানা গেছে, শনিবার মধ্যরাতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন সোনমের নানি ও অনিল কাপুরের শাশুড়ি। নানির মৃত্যুতে শোক জানিয়ে সোনম সামাজিক যোগাযোগ মাধ্যমে লেখেন, জীবনের সকল অনুপ্রেরণাই দিয়েছিলেন নানি। অসাধারণ মানসিকতার নারী ছিলেন তিনি। তিনি আরও লেখেন, নানির দেখানো পথ তাকে বাঁচিয়ে রাখবে আমাদের মাঝে।



from First Bangla interactive newspaper - Deshe Bideshe http://ift.tt/2oY8Fo1
May 01, 2017 at 02:26AM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top