দাউদকান্দিতে সাঈদ হত্যার ঘটনায় মামলা

দাউদকান্দি প্রতিনিধি ● দাউদকান্দিতে আবু সাঈদ(২৮) নামে এক যুবককে কুপিয়ে হত্যার ঘটনায় ১৫ জনকে আসামি করে একটি হত্যা মামলা করা হয়েছে। গতকাল রবিবার রাতে নিহতের মা আমেনা বেগম বাদী হয়ে এ হত্যা মামলাটি দায়ের করেন। মামলা হওয়ার আসামিরা এলাকা থেকে গা ঢাকা দিয়েছে।

সাঈদ হত্যার ঘটনার পর কুমিল্লা বিখ্যাত বানিজ্যিক কেন্দ্র গৌরীপুর বাজার ক্রেতা শুন্য হয়ে পড়েছে। পরিস্থিতি থমথমে অবস্থা বিরাজ করায় র‌্যাব ও পুলিশ টহল দিচ্ছে। হত্যার তিন দিন অতিবাহিত হলে পুলিশ কেউকে গ্রেপ্তার করতে পারেনি। গতকাল রবিবার সন্ধ্যা রাতে নিহত সাঈদের লাশ পেন্নাই ঈদগাহে জানাজা শেষে তার পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। অপরদিকে একই হামলায় আহত মোহাম্মদ আলী এখনও আশঙ্কামুক্ত নয় বলে তার জানান স্বজনরা।

এ ব্যাপারে দাউদকান্দি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) মোঃ মিজানুর রহমান জানান, নিহত সাঈদের মা আমেনা বেগম বাদী হয়ে ১৫ জনকে নামীয় এবং অজ্ঞাত ৭/৮জনসহ একটি হত্যা মামলা দায়ের করেন। তবে হত্যা মামলার আসামিদেরকে ধরার জন্য পুলিশ বিভিন্ন জায়গায় অভিযান অব্যাহত রয়েছে।



from Comillar Barta™ http://ift.tt/2n45OwY

April 03, 2017 at 07:24PM
03 Apr 2017

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

:) :)) ;(( :-) =)) ;( ;-( :d :-d @-) :p :o :>) (o) [-( :-? (p) :-s (m) 8-) :-t :-b b-( :-# =p~ $-) (b) (f) x-) (k) (h) (c) cheer
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.

 
Top