নিজস্ব প্রতিবেদক ● ১২ এপ্রিল আওয়ামীলীগের কেন্দ্রিয় কমিটির সভায় কুমিল্লা সিটি কর্পোরেশন নির্বাচনে দলের প্রার্থীর পরাজয়ের কারণ এবং দলের অভ্যন্তরীণ দুর্বলতার বিষয়বস্তু প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে তুলে ধরবেন বলে কুসিক নির্বাচনে দায়িত্বপ্রাপ্ত কেন্দ্রীয় নেতারা আগেই ঘোষনা দিয়েছিলেন।
সে কারণে এ নিয়ে কৌতহলী মহলের দৃষ্টি ছিল ১২ এপ্রিলের দলের সবোর্চ্চ নীতি-নির্ধারনী ফোরাম কার্যনির্বাহী কমিটির বৈঠকের দিকে।
শেষ পর্যন্ত বুধবারের ওই বৈঠকে কুসিক নির্বাচনের বিষয় নিয়ে কোন আলোচনা হয়নি বলে দলীয় সূত্রে জানা গেছে। রাতে বিষয়টি নিশ্চিত করেছেন দলের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক প্রকৌশলী আবদুর সবুর।
উল্লেখ্য,গত ২ এপ্রিল রবিবার ধানমণ্ডিতে আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে দলটির সম্পাদকমণ্ডলীর বৈঠক শেষে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের সাংবাদিকদের জানান, কুমিল্লা সিটি নির্বাচনে দলের সিদ্ধান্ত ও শৃঙ্খলা ভঙ্গকারীদের বিষয়ে কেন্দ্রীয় কাযনির্বাহী সংসদের সভায় সিদ্ধান্ত নেওয়া হবে। এ কারণে কুমিল্লা নগরী সহ জেলা জুড়ে কৌতহল মহলের দৃষ্টি ছিল গতকাল ১২ এপ্রিলের কার্যনির্বাহী কমিটির বৈঠকের দিকে।
from ComillarBarta.com http://ift.tt/2oudwiO
April 13, 2017 at 09:02AM
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন