অনুষ্কাকে নোটিশ পুরনিগমের

মুম্বই, ১০ এপ্রিলঃ বলিউড তারকা অনুষ্কা শর্মাকে নোটিশ পাঠাল বৃহন্মুম্বই পুরনিগম। তাঁর বিরুদ্ধে অভিযোগ, তিনি ফ্ল্যাটে বেআইনিভাবে ইলেকট্রিক জংশন বক্স লাগিয়েছেন। শুধু তাই নয়, এর পাশাপাশি আরও কিছু পরিবর্তন তিনি করেছেন, যা বেআইনি। তাঁর প্রতিবশী সুনীল বাত্রা নামে এক ব্যক্তি তাঁর বিরুদ্ধে অভিযোগ জানিয়েছেন। সেই অভিযোগ খতিয়ে দেখে পুরনিগম নোটিশ পাঠিয়েছে অনুষ্কাকে। যদিও নোটিশের কোথাও সরাসরি অনুষ্কার নাম উল্লেখিত হয়নি। কিন্তু নোটিশে বদ্রীনাথ টাওয়ারের ২১ তলার কথা বলা হয়েছে। অনুষ্কা ওখানেই থাকেন। যত দ্রুত সম্ভব অনুষ্কাকে ওই জংশন বক্সটি খুলে ফেলতে বলা হয়েছে। অন্যথায় কড়া পদক্ষেপ নেওয়া হবে বলে জানিয়েছে পুরনিগম।

হিন্দি ছবির জনপ্রিয় নায়িকা অবশ্য সমস্ত অভিযোগ অস্বীকার করেছেন। তাঁর মতে, প্রচারের আলোয় আসার জন্যই কেউ এমন অভিযোগ করেছে।



from Uttarbanga Sambad http://ift.tt/2nxMCYA

April 10, 2017 at 08:59PM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top