ইমনকে মিশরে ফেরাতে চান চিকিত্সক, আপত্তি বোনের

মুম্বই, ২৫ এপ্রিলঃ বিশ্বের স্থূলতমা মহিলা ইমন আহমেদের (৩৬) চিকিত্সা যে ডাক্তার করছেন তাঁকে ‘মিথ্যাবাদী’ বলেছেন বোন সাইম্মা সেলিম। চিকিত্সা চলছিল মুম্বইয়ের সইফি হাসপাতালে। চিকিত্সক ডঃ মুফজ্জল লাকড়াওয়ালা। সম্প্রতি ইমনের একটি ছবিও প্রকাশ করা হয় হাসপাতালের তরফে। যেখানে স্পষ্ট, প্রচুর ওজন ঝড়িয়ে ফেলেছেন ইমন। অস্ত্রপচারের পর গত দু মাসে ২৫০ কেজি ঝড়ানো সম্ভব হয়েছে। কিন্তু হাসপাতালের তরফে দেওয়া এই তথ্য মানতে নারাজ ইমনের বোন সাইম্মা। তাঁর দাবি, ইমনের সুস্থতা ও মেদ ঝড়ানো সম্পর্কিত তথ্য মোটেই ঠিক নয়।

হাসপাতাল সূত্রের খবর, ইতিমধ্যেই ইমনের অস্ত্রপচারে খরচ হয়েছে প্রায় ২ কোটি টাকা। এখন ইমনের হৃদপিন্ড ও ফুসফুস অগের চেয়ে অনেক ভালো কাজ করছে। এদিকে ইমনকে মিশরে যাওয়ার আগে হাসপাতালের বিল মেটানোর পালা এলে তখনই বেঁকে বসে সাইম্মা। ভুল আরোপ লাগাচ্ছে হাসপাতাল কর্তৃপক্ষ এবং সংশ্লিষ্ট ডাক্তারের ওপর। ঝুঁকিপূর্ণ থাকলেও মানবিকতার খাতিরে এমন কেস হাতে নেয় মুম্বইয়ের এই হাসপাতাল। উল্লেখ্য, ইমনকে যখন মুম্বইতে চিকিত্সার জন্য আনা হয় তখন তাঁর ওজন ছিল ৫০০ কেজি।



from Uttarbanga Sambad http://ift.tt/2qazNQL

April 25, 2017 at 09:21PM
25 Apr 2017

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

:) :)) ;(( :-) =)) ;( ;-( :d :-d @-) :p :o :>) (o) [-( :-? (p) :-s (m) 8-) :-t :-b b-( :-# =p~ $-) (b) (f) x-) (k) (h) (c) cheer
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.

 
Top