সুকমা, ২৪ এপ্রিলঃ ফের মাওবাদী হামলার ঘটনা ঘটল ছত্তিশগড়ের সুকমায়। ঘটনায় প্রাণ হারিয়েছেন ১২জন সিআরপিএফ জওয়ান। সংঘর্ষে আহত হয়েছেন আরও ৭জন। সোমবার দুপুর একটা নাগাদ কালাপাথর এলাকার কাছে এই হামলা চালায় মাওবাদীরা। জানা গিয়েছে, রাস্তা তৈরির কাজে নিযুক্ত কয়েকজন নির্মাণকর্মীদের পাহারা দিয়ে নিয়ে যাচ্ছিলেন ৭৪ নম্বর ব্যাটেলিয়নের ওই জওয়ানরা। আহতদের `এয়ার লিফট’ করে রায়পুর ও জাগদালপুরের হাসপাতালে চিকিত্সার জন্য নিয়ে আসা হয়। হামলার খবর পেয়ে দিল্লি সফর কাটছাঁট করে রায়পুরে ফিরে এসেছেন ছত্তিশগড়ের মুখ্যমন্ত্রী রমন সিং। পরবর্তী পদক্ষেপ নিয়ে একটি উচ্চ পর্যায়ের বৈঠক ডাকা হয়েছে। মাওবাদীরা হতাশা থেকেই এই ধরণের আক্রমণ চালাচ্ছে বলে মন্ত্বব্য করেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিং। লোকসভায় বিবৃতি দিয়ে তিনি বলেন, গত বছর ১৩৫ জন মাওবাদা প্রাণ হারিয়েছে, আহত হয়েছে ৭০০জন। এর জেরেই হতাশ হয়ে পড়েছে মাওবাদীরা।
from Uttarbanga Sambad http://ift.tt/2omXHMu
April 24, 2017 at 06:46PM
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন