মুম্বাই, ২৫ এপ্রিল- সন্ন্যাস নেওয়ার পর স্বঘোষিত সন্ন্যাসিনী এবং প্রাক্তন বিগ বস প্রতিযোগী সোফিয়া হায়াত প্রতিশ্রুতি নিয়েছিলেন আর কোনও দিন যৌনতা না করার। কিন্তু গত মাসেই ইন্সটাগ্রামে তিনি ঘোষণা করেন তিনি ভ্ল্যাড স্ট্যানেসকিউয়ের সঙ্গে এনগেজড। তাঁর সঙ্গে এক সপ্তাহ ডেটিংয়ের পরই এই ঘোষণা করেন সোফিয়া। তারপর গতকাল সোমবার ইন্সটাগ্রামে সোফিয়ার ঘোষণা তিনি আজই বিয়ে করছেন। গতকাল বিয়ের কাজ সম্পন্ন করেছেন নিজেকে হোলি মাদার দাবি করা সোফিয়া। মিশরীয় রীতি অনুযায়ী ভ্ল্যাড ও সোফিয়ার বিয়ে অনুষ্ঠিত হয়। এর আগে চারটি সাদা ঘোড়ার সমন্বয়ে একটি গাড়িতে করে বিয়ের অনুষ্ঠানস্থলে আসেন। বিয়ের সময় সোফিয়া একটি সোনালি রঙের গাউন ও স্বর্ণখচিত মুকুট মাথায় পরেন। বিয়ের প্রচুর ছবি নিজের ইন্সটাগ্রামেও শেয়ার করেছেন এই মডেল। আর বিয়ের আগে গত সপ্তাহে মক্কা নগরী থেকে একটি ছবি পোস্ট করেন। যেখানে তাদের আঙটি বদল করার কথা উল্লেখ করেছিলেন।



from First Bangla interactive newspaper - Deshe Bideshe http://ift.tt/2q2z9si
April 26, 2017 at 01:51AM
25 Apr 2017

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

:) :)) ;(( :-) =)) ;( ;-( :d :-d @-) :p :o :>) (o) [-( :-? (p) :-s (m) 8-) :-t :-b b-( :-# =p~ $-) (b) (f) x-) (k) (h) (c) cheer
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.

 
Top