মুম্বাই, ১৬ এপ্রিল- অর্জুন কাপুর ও শ্রদ্ধা কাপুর আসছেন হাফ গার্লফ্রেন্ড নিয়ে। গত সপ্তাহে প্রকাশিত হয়েছে সিনেমাটির অফিসিয়াল ট্রেলার। ইউটিউবে সাড়া দিয়েছেন দর্শকরা। সংখ্যাটা ছাড়িয়েছে দুকোটিরও বেশি। হ্যাঁ! ট্রেলার রিলিজের মাত্র দুদিনেই রেকর্ড সংখ্যক ভিউয়ার পেয়ে গিয়েছেন হাফ গার্লফ্রেন্ড। চেতন ভগতের উপন্যাস ভিত্তিক এই ফিল্ম এখন আলোচনায়। হাফ গার্লফ্রেন্ড ঘিরে দর্শকদের উৎসাহ দেখে আনন্দে আত্মহারা অর্জুন। ভক্তদের ধন্যবাদ জানিয়ে অর্জুন বলেন, দর্শকদের কাছ থেকে এ রকম অসাধারণ প্রতিক্রিয়া পেয়ে আপ্লুত হয়েছি বললে একটু কমই বলা হবে। আগামী ১৯ মে মুক্তি পাবে সিনেমাটি। ইংরেজিতে কথা বলতে গেলেই পটনার মাধব ঝা কেমন যেন আড়ষ্ট হয়ে যান। বরং বিশুদ্ধ হিন্দিতেই বেশি সাবলীল তিনি। এ হেন মাধবের সঙ্গে ঠিক যেন বন্ধুত্ব নয়, তার একটু অভিজাত কলেজের সহপাঠী রিয়া সোমানির। আবার রিয়া মাধবের গার্লফ্রেন্ড নন। তবে কেমন সে সম্পর্ক? রিয়া বলেন, তোমার গার্লফ্রেন্ড নই। তবে হাফ গার্লফ্রেন্ড হলে কেমন হয়! মাধবের চরিত্রে অর্জুন। আর সঙ্গে তাঁর হাফ গার্লফ্রেন্ড শ্রদ্ধা কাপুর। বড়পর্দায় দুজনেই এই প্রথম একসঙ্গে জুটি বেঁধেছেন। ফলে সেই আনকোরা সম্পর্কের রসায়ন দেখতে মুখিয়ে দর্শকও।



from First Bangla interactive newspaper - Deshe Bideshe http://ift.tt/2ozEq7e
April 16, 2017 at 05:05PM
16 Apr 2017

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

:) :)) ;(( :-) =)) ;( ;-( :d :-d @-) :p :o :>) (o) [-( :-? (p) :-s (m) 8-) :-t :-b b-( :-# =p~ $-) (b) (f) x-) (k) (h) (c) cheer
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.

 
Top