দিল্লিতে আজ নামছে কেকেআর
নয়াদিল্লি, ১৭ এপ্রিলঃ অবস্থাটা এমনই যে সাকিব আল হাসানের মতো অল রাউন্ডারকে বসিয়ে রাখতে হচ্চে। কোনোদিন কুলদীপ, কোনোদিন নারিন আবার কোনোদিন চাওলা বিপক্ষের ব্যাটসম্যানদের বেঁধে রাখছেন। রান পাচ্ছেন রবিন উথাপ্পা, মনীশ পান্ডেরা। সব মিলিয়ে টিমের পারফরম্যান্সে অনেকটাই নিশ্চিন্ত কালিস-গম্ভীর। কিন্তু উলটোদিকের টিমও জবরদস্ত ফর্মে। একটা ম্যাচ কম খেলে মাত্র দু-পয়েন্ট (৪) পিছনে তারা। পাশাপাশি দিল্লি ডেয়ারডেভিলসকে আজ হারাতে পারলেই মুম্বই ইন্ডিয়ানস (৮)-কে টপকে শীর্ষে চলে যেতে পারে কেকেআর (৬)। সব মিলিয়ে ফিরোজ শাহ কোটলায় আজ বিকেল চারটে থেকে জমজমাট লড়াই আইপিএল-এর।
ম্যাচটা বিশেষ একটা চ্যালেঞ্জ গৌতম গম্ভীরের কাছে। দিল্লির ছেলে হয়েও দিল্লি ক্রিকেট কর্তাদের সঙ্গে তাঁর সম্পর্কের কথা কারওই অজানা নয়। বুড়ো হলেও বাতিল নন, তিনি যে এখনো ক্রিকেটকে অনেককিছু দিতে পারেন, সেটা প্রমাণ করার দায় রয়েছে গম্ভীরের।
ঠিক এই দায়টা রয়েছে আরেকজনেরও। তিনি আরেকবার প্রমাণ করতে চান বুড়ো হলেও ক্রিকেট অনেককিছু দেওয়ার ক্ষমতা রাখেন তিনি। তিনি দিল্লি ডেয়ারডেভিলস-এর মেন্টর – রাহুল দ্রাবিড়।
from Uttarbanga Sambad http://ift.tt/2oli73G
April 17, 2017 at 10:56AM
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন