নিজস্ব প্রতিবেদক ● এপ্রিল মাসের ৩০ তারিখের মধ্যে কুমিল্লা জেলার ভিক্ষুকদের তথ্য ফরম পূরণ করা হবে বলে ঘোষনা দিয়েছেন কুমিল্লা জেলা প্রশাসক মো: জাহাংগীর আলম।
এছাড়া ৭ এপ্রিলের মধ্যে তথ্যাসমূহ সংগ্রহ করা হবে। ভিক্ষুকমুক্ত করণের কার্যক্রম গ্রহণ বিষয়ে মুখ্য সমন্বয়ক (এসডিজি)র সাথে ভিডিও কনফারেন্স প্রাক্কালে তিনি একথা বলেন।
জেলা প্রশাসনের আয়োজনে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ ভিডিও কনফারেন্স অনুষ্ঠিত হয়। কনফারেন্স প্রাক্কালে সভাপতির বক্তব্যে জেলা প্রশাসক মো: জাহাংগীর আলম বলেন, সরকারের নির্দেশনা অনুযায়ী ৩টি ক্যাটাগরীতে ভিক্ষুক সংক্রান্ত তথ্য সংগ্রহ করা হবে।
এর মধ্যে রয়েছে যাদের জমি ও ঘর নেই, যাদের ঘর আছে জমি নেই এবং যাদের জমি আছে ঘর নেই। যাদের জমি ও ঘর নেই তাদেরকে সরকার একখন্ড ভূমির উপর একটি বসবাসযোগ্য ঘর নির্মাণ করে দিবে। পর্যায়ক্রমে দ্বিতীয় ও তৃতীয় ক্যাটাগরীর ভিক্ষুকদের পুনর্বাসনের পরিকল্পনা রয়েছে সরকারের। সরকারের পরিকল্পনা রয়েছে তাদেরকে একটি বাড়ি একটি খামার প্রকল্পের সাথে সম্পৃক্ত করণের।
ভিডিও করফারেন্স অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ মনিরুজ্জামান তালুকদার, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মোঃ আসাদুজ্জামান, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ আজিজুর রহমান, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) শরীফ নজরুল ইসলাম, ডেপুটি সিভিল সার্জন ডা: কামাল উদ্দিন আহমেদ, ভিক্টোরিয়া সরকারি কলেজের প্রাক্তণ অধ্যক্ষ প্রফেসর আবদুর রশীদ, সিনিয়র তথ্য কর্মকর্তা মীর হোসেন, আহসানুল কবীর, উপজেলা নির্বাহী কর্মকর্তা ও জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেটগণ।
from Comillar Barta™ http://ift.tt/2nVHv34
April 04, 2017 at 10:46AM
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন