আইএস ঘাঁটিতে মার্কিন হানা
ওয়াশিংটন, ১৪ এপ্রিলঃ আফগানিস্তানে আইএস-এর ঘাঁটিতে ইরাকের চেয়েও বড়ো আক্রমণ শানাল মার্কিন বাহিনী। বৃহস্পতিবার পেন্টাগন জানিয়েছে, পূর্ব আফগানিস্তানে আইএস ঘাঁটিতে ২২০০০ পাউন্ড জিবিইউ-৪৩ বোমা ফেলেছে তারা। এক বেশি অ-পারমাণবিক বোমা এর আগে একসঙ্গে কোনো অপারেশনে ব্যবহার করেনি মার্কিন বাহিনী। আফগানিস্তানে মার্কিন কমান্ডার জন নিকলসন বলেছেন, আইএস জঙ্গিরা রাস্তার পাশে যেসব জায়গায় টানেল, বাঙ্কার করেছে বা বোমা মজুত করেছে সেগুলিই আমাদের লক্ষ্য ছিল। ২৫০ থেকে ২২০০ পাউন্ডের বোমা ফেলা হয়েছে। তবে, সাধারণ মানুষের যাতে ক্ষতি না হয় সেদিকে আমরা নজর রেখেছি। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, মার্কিন বাহিনী আমরা কাজ করার পূর্ণ স্বাধীনতা দিয়েছি। সেইজন্যই এই সাফল্য এসেছে। মার্কিন যুক্তরাষ্ট্রের ভাঁড়ারে অবশ্য এর থেকেও শক্তিশালী ৩০ হাজার পাউন্ডের জিবিইউ-৫৭ রয়েছে। ২০০৩ সালে ইরাক যুদ্ধের সময় মার্কিন বাহিনী প্রথম জিবিইউ-৪৩ ব্যবহার করে।
from Uttarbanga Sambad http://ift.tt/2nL92pb
April 14, 2017 at 10:22AM
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন