সিলেটে বাস-ট্রাক মুখোমুখি সংঘর্ষে নিহত-১

সুরমা টাইমস ডেস্ক:: সিলেটের দক্ষিন সুরমার লালাবাজারের সাত মাইল নামক স্থানে মঙ্গলবার ভোর ৫টায় ঢাকাগামী ইউনিক পরিবহনের একটি বাসের সাথে সিলেট গামি একটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই একজন নিহত এবং ২০জন আহত হয়। দূর্ঘটনায় বাস ও ট্রাক দুমড়ে মুচড়ে যায়।

নিহতের নাম জাকির হোসেন। তিনি নাটোরের রাজীবপুর গ্রামের রইছ উদ্দিনের ছেলে। নিহত ব্যক্তি ট্রাকের হেলপার বলে জানা গেছে।

খবর পেয়ে ফায়ার সার্ভিসের উদ্ধার কর্মীরা ঘটনাস্থলেই পৌছে গাড়ির বডি কেটে গুরুতর আহতদের গাড়ির ভিতর থেকে বের করেন । আহতদের সিলেট ওসমানী হাসপাতালে প্রেরণ করা হয়েছে। দূর্ঘটনার পর সড়কের দুপাশে শত শত যানবাহন আটকা পড়েছে। প্রায় দুই ঘন্টা পর যান চলাচল স্বাভাবিক হয়।

সিলেট মেট্রোপিলিটন পুলিশের অতিরিক্ত পুলিশ কমিশনার (মিডিয়া) জিদান আল মুসা বিষয়টি নিশ্চিত করেছেন। তবে তিনি হতাহতদের পরিচয় জানাতে পারেননি।



from Sylhet News | সুরমা টাইমস http://ift.tt/2qxQdU3

May 30, 2017 at 10:30PM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top