লন্ডন, ২৭ মেঃ ম্যাঞ্চেস্টার হামলার নেপথ্যে থাকা জঙ্গি নেটওয়ার্কের প্রায় সব সদস্যকেই গ্রেফতার করতে সক্ষম হয়েছে ব্রিটিশ পুলিশ। সোমবার রাতের ওই আত্মঘাতী হামলার ঘটনায় এখনও পর্যন্ত ১০ জনকে হেপাজতে নিয়ে জেরা করা হচ্ছে বলে জানিয়েছে ব্রিটিশ পুলিশের সন্ত্রাসদমন শাখার প্রধান মার্ক রুলি।
এদিন মার্ক রুলি জানান, হামলার মাস্টারমাইন্ড গোষ্ঠীর বেশিরভাগ সদস্যকে গ্রেফতার করার ফলে তদন্তে অনেকটা অগ্রগতি হয়েছে। তবে এখনও অনেক গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া প্রয়োজন বলেও তিনি স্বীকার করেন। হামলার সূত্রে আরও কয়েকজনকে গ্রেফতার করা হতে পারে বলে ইঙ্গিত দিয়েছেন রুলি।
এদিকে এদিনই মস এলাকা থেকে এক সন্দেহভাজন ব্যক্তিকে গ্রেফতার করা হয়। মেট্রোপলিটান পুলিশের এক কর্তা বলেন, ‘ব্রিটেনের ১৩০০-র বেশি অনুষ্ঠানের নিরাপত্তা পরিস্থিতি খতিয়ে দেখছে পুলিশ। শনিবার সেন্ট হেলেনস, মারসিসাইড সহ বিভিন্ন এলাকায় তল্লাশি অভিযান চালানো হয়।
from Uttarbanga Sambad | Largest Selling Bengali News paper in North Bengal http://ift.tt/2qpTTHf
May 27, 2017 at 10:04PM
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন