চট্রগ্রাম ও উপকূলীয় অঞ্চলকে ১০নং মহাবিপদ সংকেত

নিজস্ব প্রতিনিধি ঃআরিফ

গভীর বঙ্গোপসাগরে সৃষ্ট ঘূর্ণিঝড় ‘মোরা’ ধেয়ে আসছে উপকূলের দিকে। ঘূর্ণিঝড়ের কারণে চট্টগ্রাম সমুদ্র বন্দর ও কক্সবাজারে ১০ নম্বর মহাবিপদ সংকেত এবং মংলা ও পায়রা সমুদ্র বন্দরকে ৮ নম্বর বিপদ সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। আগামীকাল (মঙ্গলবার) সকাল ছয়টা নাগাদ ঘূর্ণিঝড়টি উপকূলে আঘাত হানতে পারে।

ঘূর্ণিঝড় মোরার আগাম প্রস্তুতি হিসেবে চট্টগ্রামে সব ডাক্তার ও কর্মকর্তাদের ছুটি বাতিল ঘোষণা করেছেন জেলা সিভিল সার্জন। এরই মধ্যে উপকূলীয় অঞ্চল থেকে নিরাপদ স্থানে সরে যাচ্ছেন বাসিন্দারা। চট্টগ্রাম বন্দরে নতুন করে কোনো জাহাজ প্রবেশে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। জেটি থেকে সব জাহাজ সরিয়ে নিতে বলা হয়েছে। মাছ ধরার নৌকাগুলোকে নিরাপদ স্থানে অবস্থান নিতে বলা হয়েছে।



from Sylhet News | সুরমা টাইমস http://ift.tt/2sdIfzP

May 29, 2017 at 08:12PM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top