মৃতদেহ নিয়ে টানাপোড়েন রায়গঞ্জ হাসপাতালে

রায়গঞ্জ, ৮ মেঃ চিকিৎসা করতে এসে মৃত্যু হল এক বাংলাদেশি যুবকের।এরপর ঠিকানা বিভ্রান্তের জেরে মৃতদেহ নিয়ে শুরু হয় টানাপোড়েন।

জানা গিয়েছে, মৃতের নাম নায়িম ইসলাম। বাড়ি বাংলাদেশের দিনাজপুর জেলায় দৈইর গ্ৰামে। রবিবার সকালে নায়িম ও তার কাকা সাফিকুল আলম ভিসা ও পাসপোর্ট সমেত রাধিকাপুর সীমান্ত দিয়ে কালিয়াগঞ্জের অনন্তপুর গ্ৰামে নায়িমের মামার বাড়িতে ওঠে। সেদিন বিকেল থেকে হঠাত্ই নায়িমের রক্তবমি শুরু হয়। সঙ্গে সঙ্গে নায়িমকে ভরতি করা হয় কালিয়াগঞ্জ হাসপাতালে। এরপর চিকিৎসকের নির্দেশে তাকে রায়গঞ্জ জেলা হাসপাতালে স্থানান্তরিত করা হয়। তবে, সোমবার দুপুর ১২টা নাগাদ মৃত্যু হয় নায়িমের। এরপর মৃতদেহ ময়নাতদন্ত করতে গেলে মৃতের পরিবার তাতে অসম্মতি জানায়। তবে হাসপাতাল কর্তৃপক্ষ মৃতদেহ ছাড়তে রাজি নন।

এব্যাপারে মৃতের পরিবার পুলিশের দ্বারস্থ হয়। তবে পুলিশ জানায়, হাসপাতাল কর্তৃপক্ষের অনুরোধপত্রের মোতাবেক ওই হাসপাতালেই ময়নাতদন্ত করা হবে।



from Uttarbanga Sambad http://ift.tt/2qSFfsK

May 08, 2017 at 07:43PM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top