মুম্বাই, ২১ মে- বাহুবলী টু বা বাহুবলী দ্য কনক্লুশান ঝড়ে উত্তাল ভারত। ভারতীয় সিনেমার ইতিহাসে বক্স অফিসে রেকর্ড সাফল্য পেয়েছে এস এস রাজামৌলি পরিচালিত ছবিটি। গত ২৮ এপ্রিল তামিল, তেলেগু, মালয়ালম, কন্নড় ও হিন্দি ভাষায় মুক্তি পেয়েছে ছবিটি। ভারতে প্রায় আট হাজার স্ক্রিনে একসঙ্গে দেখানো হচ্ছে বাহুবলী ২। একের পর এক রেকর্ড তৈরি করছে এই ছবি। প্রথম দিনেই এর আয় ছিল ১০০ কোটি রূপি। প্রথম উইকেন্ডে তা ছাড়ায় ৩০০ কোটির হিসেব। সিনেমাটিতে বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন প্রভাস, রানা দাগ্গুবতি, আনুশকা শেঠি, তামান্না ভাটিয়া, রামায়া কৃষ্ণা, সত্যরাজ, নাসের প্রমুখ। এবার সিনেমাটির আয়ের রেকর্ড দাড়িয়েছে ১৫০০ কোটি রুপি। ভারতীয় কোনো সিনেমা হিসেবে প্রথম এ মাইলফলক স্পর্শ করেছে। আর এ জন্য সময় নিয়েছে মাত্র ২১ দিন। আর/১২:১৪/২১ মে
from First Bangla interactive newspaper - Deshe Bideshe http://ift.tt/2qFztgu
May 21, 2017 at 06:16AM
এতে সদস্যতা:
মন্তব্যগুলি পোস্ট করুন (Atom)
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন