রহস্যময় মার্কিন বিমান দুই বছর পর পৃথিবীতে ফিরেছে

fআমেরিকা ::

সবকিছুই রহস্যে ঘেরা।চরম গোপনীয়তার মধ্যেই সব কাজও সম্পন্ন হয়েছে।

ব্যাপক গোপনীয়তা এবং রহস্যের মধ্যেই মার্কিন বিমান বাহিনীর একটি বিশেষ বিমান মহাকাশ থেকে পৃথিবীতে ফিরেছে দুই বছর পরে।

বলা হচ্ছে, মার্কিন বিমান বাহিনীর এক্স-৩৭বি বিমানটি দুই বছর ধরে গোপন মিশনে ছিল। এ বিমানটি মহাকাশে পাঠানোর জন্য বিশেষভাবে তৈরি করা হয়েছিল।

কিন্তু গত দুই বছর ধরে এ বিমানটি মহাকাশের কক্ষপথে কী করছিল সেটি কেউ জানেনা। একমাত্র মার্কিন কর্তৃপক্ষই জানে।

মার্কিন বিমান বাহিনী যেসব গোপন মিশন পরিচালনা করে এ বিমানটি তারই অংশ ছিল।

মার্কিন প্রতিরক্ষা দপ্তর পেন্টাগন জানিয়েছে এ বিমানটি ঝুঁকি কমানোর কাজ করছিল। কিন্তু এর বিস্তারিত কোন কিছু আর জানানো হয়নি।

এ প্রকল্পকে কেন্দ্র করে যেহেতু চরম গোপনীয়তা বজায় রাখা হচ্ছে সেজন্য এটিকে কেন্দ্র করে না গুঞ্জনও আছে।

অনেকে ধারণা করছেন, মহাকাশকে কেন্দ্র করে আমেরিকা হয়তো কোন প্রতিরক্ষা ব্যবস্থা তৈরি করছে।

কিন্তু মার্কিন বিমান বাহিনী এ ধরনের গুঞ্জনকে খারিজ করে দিয়ে বলছে, ভবিষ্যতে মহাকাশ প্রযুক্তিকে নির্ভুল করার জন্য তথ্য সংগ্রহ করছে এ বিমানটি।

এ প্রকল্পের জন্য কত ডলার খরচ করা হয়েছে সে বিষয়টিও গোপন রাখা হয়েছে।

২০১০ সালে প্রথমবারের মতো এ বিশেষ বিমানটি উড্ডয়ন করা হয়েছিল।

মার্কিন মহাকাশ গবেষণা সংস্থা বা নাসা মহাকাশে যেসব যান পাঠায় সেগুলোর আকৃতির তুলনায় এ বিশেষ বিমানটি এক-চতুর্থাংশ। এটির দৈর্ঘ্য মাত্র ২৯ ফুট।

এবছরের শেষ দিকে এক্স-৩৭বি-এর পরবর্তী মিশন উৎক্ষেপণ করা হবে রকেটের সাহায্যে।



from যুক্তরাজ্য ও ইউরোপ – দ্যা গ্লোবাল নিউজ ২৪ http://ift.tt/2r0gxWq

May 10, 2017 at 09:16PM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top