নয়াদিল্লি, ২৬ মেঃ প্রয়াত হলেন পঞ্জাবের প্রাক্তন ডিজিপি ‘সুপারকপ’ কে পি এস গিল প্রয়াত। শুক্রবার দুপুর ২টা ৫৫ মিনিট নাগাদ দিল্লির স্যার গঙ্গারাম হাসপাতালে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮২ বছর।
দীর্ঘদিন ধরেই কিডনি ও হৃদরোগের সমস্যায় ভুগছিলেন কে পি এস গিল। তবে এদিন হঠাৎই হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু হয় তাঁর। গিলের প্রয়াণে শোকপ্রকাশ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি সহ বিশিষ্টরা।
পঞ্জাবে সন্ত্রাসবাদ দমনে বিশেষ ভূমিকা পালন করেছিলেন গিল। তিনি দু’বার পঞ্জাবের ডিজিপি-র দায়িত্ব পালন করেছিলেন। সন্ত্রাস দমনে উল্লেখযোগ্য অবদানের জন্য ১৯৮৯ সালে তাঁকে পদ্মশ্রী সম্মান দেওয়া হয়। ১৯৯৫ সালে চাকরি জীবন থেকে অবসর নেন গিল।
from Uttarbanga Sambad | Largest Selling Bengali News paper in North Bengal http://ift.tt/2rHfrDf
May 26, 2017 at 09:50PM
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন