হায়দরাবাদ, ২২ মে- এক-দুবার নয়, তৃতীয়বার। হ্যাঁ, তিন-তিনবার। আইপিএল-এর প্রথম দল হিসেবে তিনবার ট্রফি ঘরে তুলে হায়দরাবাদে নয়া ইতিহাস গড়ল মুম্বই ইন্ডিয়ান্স। আর তীরে এসে তরী ডুবল স্মিথদের। আইপিএল থেকে চিরতরে বিদায় নেওয়ার আগে আর নজির গড়া হল না পুণের। চলতি টুর্নামেন্টে তিনবার রোহিত শর্মাদের পরাস্ত করেছিলেন ধোনিরা। কিন্তু ফাইনালের মঞ্চে শেষ হাসি হাসলেন রোহিতই। ধোনি বনাম রোহিতের ছায়া যুদ্ধেও হেরে গেলেন প্রাক্তন ভারতীয় অধিনায়কই। ডাগআউটে তখন উচ্ছ্বসিত শচীন তেণ্ডুলকর। হায়দরাবাদের রাজীব গান্ধী ইন্টারন্যাশনাল স্টেডিয়ামে আইপিএল দশম আসরের ফাইনালে টস জিতে ব্যাট করতে নেমে পুনের বোলারদের সাঁড়াসি আক্রমণের শিকার হলো মুম্বাই ইন্ডিয়ান্স। পুনের বোলারদের দারুণ নিয়ন্ত্রিত বোলিংয়ের সামনে ৮ উইকেট হারিয়ে মাত্র ১২৯ রান তুলতে সক্ষম হয়েছে রোহিত শর্মার দল। দশম আসরের শিরোপা জিততে হলে পুনেকে করতে হবে ১৩০ রান। আর/১২:১৪/২২ মে
from First Bangla interactive newspaper - Deshe Bideshe http://ift.tt/2rFxzKG
May 22, 2017 at 06:59AM
এতে সদস্যতা:
মন্তব্যগুলি পোস্ট করুন (Atom)
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন