লেবাননে দাওয়াতুল ইসলাম মাদ্রাসার উদ্যোগে ওয়াজ ও দোয়া মাহফিল

প্রধান মেহমান হযরত মাওলানা মুফতি মনিরুল ইসলাম সাহেব বয়ান করছেন।

প্রধান মেহমান হযরত মাওলানা মুফতি মনিরুল ইসলাম সাহেব বয়ান করছেন।

বাবু সাহা,লেবাননঃ আসছে পবিত্র মাহে রমজান উপলক্ষে দাওয়াতুল ইসলাম মাদ্রাসার উদ্যোগে ওয়াজ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে লেবাননের ছাবরা বাজার জামে মসজিদে ৭ই মে রবিবার সকাল ১১.০০ ঘটিকায়।

ওয়াজ ও দোয়া মাহফিলে সভাপতিত্ব করেন দাওয়াতুল ইসলাম মাদ্রাসার সভাপতি হযরত মাও: জাহাঙ্গীর আলম সাহেব ও সঞ্চালনের ভূমিকায় ছিলেন সাধারন সম্পাদক ইব্রাহিম মোল্লা।প্রধান মেহমান ছিলেন বাংলাদেশ থেকে আগত হযরত মাওলানা মুফতি মনিরুল ইসলাম সাহেব।

মাহফিলে বয়ান করেন, দাওয়াতুল ইসলাম মাদ্রাসা কমিটির সহ সভাপতি মাও: ইউসুফ, বাংলাদেশ থেকে আগত প্রফেসর কলিমুল্ল্যাহ, হাজী নুরুল ইসলাম, মাও: উবায়দুল্লা, জবরুল ইসলাম। কেরাত্ব পাঠ করেন হাফেজ ইব্রাহীম ও হাফেজ রমজানুল কবির এবং হামদ ও নাত পরিবেশন করেন নুরুদ্দীন।

প্রধান মেহমান হযরত মাওলানা মুফতি মনিরুল ইসলাম সাহেব রমজান মাস এর তাৎপর্য ও করনীয় বিষয়ে বয়ানে বলেন, রোজা যেমন একদিকে রহমত, বরকত ও নাজাতের বারতা নিয়ে আসে, তেমনি আসে যথাযথভাবে আদায়ে আল্লাহর সন্তুষ্টির সুসংবাদ নিয়ে। মুহাম্মাদুর রাসুলুল্লাহ (সা)-এর কথার মধ্য দিয়ে আমরা জেনেছি, যে ব্যক্তি রমজান মাসে শুধুমাত্র আল্লাহর সন্তুষ্টি ও আখিরাতের কল্যাণ লাভের আশায় রোজা পালন করবে আল্লাহ তার পূর্ববর্তী সকল সগীরা গুনাহ মাফ করে দেবেন। কিন্তু রোজা রেখে মিথ্যা বললে, গীবত চর্চা করলে রোজা নষ্ট হয়ে যায়। রোজা দ্বারা শরীর ও মনকে পবিত্র রাখার অন্যতম শর্ত হল জীবনের প্রতিটি পর্যায়ে হালাল-হারামের বিধান মেনে চলা।তিনি প্রবাসীদেরকে রমজান মাসে প্রতিটি রোজা রাখার আহব্বান জানান।

উপস্থিত প্রবাসীদের একাংশ

উপস্থিত প্রবাসীদের একাংশ

সভাপতির বক্তব্যে হযরত মাও: জাহাঙ্গীর আলম সাহেব বলেন, ২০১৬ সালের রমজান মাসে আমরা লেবাননে দাওয়াতুল ইসলাম মাদ্রাসা প্রতিষ্ঠা করেছি।আমাদের উদ্দ্যেশ্য ও লক্ষ্য হল, লেবাননের যে কোন প্রান্তে স্বশরীরে উপস্থিত হয়ে বিনামূল্যে অভিজ্ঞ আলেম দ্বারা প্রবাসী বাংলাদেশীদেরকে শুদ্ধভাবে কোরান শিক্ষা দিয়ে কোরানের আলো ঘরে ঘরে পৌঁছে দেওয়া।বর্তমানে লেবাননে আমাদের ৪টি শাখা কমিটি রয়েছে।প্রবাসী বাংলাদেশীদের সহযোগিতা পেলে লেবাননের প্রত্যেক এলাকায় আমরা দাওয়াতুল ইসলাম মাদ্রাসার শাখা কমিটি গড়ে তুলবো।পরে তিনি দাওয়াতুল ইসলাম মাদ্রাসার সকল সদস্য সহ মাহফিলে আগত সকল প্রবাসী বাংলাদেশীকে মাহে রমজানের মোবারকবাদ জানিয়ে বক্তব্যের ইতি টানেন।

সকল বক্তার বয়ান শেষে প্রধান মেহমান মুফতি মনিরুল ইসলাম সাহেব বাংলাদেশ সহ সারা বিশ্বের মুসলিম উম্মাহর শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনায় বিশেষ দোয়া করেন।মাহফিলে বাংলাদেশ কমিউনিটির পক্ষে উপস্থিত ছিলেন, আলী আকবর মোল্লা, মানিক মোল্লা, কাউসার আলম জনি, সোহেল মিয়া, আতাউর রহমান সহ আরো অনেকে।



from প্রবাস – দ্যা গ্লোবাল নিউজ ২৪ http://ift.tt/2pXq97b

May 08, 2017 at 11:17PM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top