ব্যাপক ক্ষয়ক্ষতি শিলাবৃষ্টিতে

নিশিগঞ্জ, ১ মেঃ রবিবার রাতে ব্যাপক শিলাবৃষ্টি ও ঝরে ফসলের প্রচুর ক্ষতি হয়েছে নিশিগঞ্জ সহ পার্শবর্তী গ্রাম গুলিতে। সর্বাধিক ক্ষতি হয়েছে পাটের। বিঘার পর বিঘা জমিতে নষ্ট হয়ে গিয়েছে পাটের ফলন। ফলে ব্যাপক ক্ষতির মুখে পড়ল পাট চাষীরা। ঝড়ের ফলে উপড়ে গিয়েছে পুরনো বহু গাছ। ক্ষতি হয়েছে বোরো ধানেরও। ধরাশায়ী ধান গাছ। মাতায় হাত চাযীদের। এছাড়া, নিশিগঞ্জ ১ ও ২ ফলিমারি প্রেমেরেডাঙা গ্রাম পঞ্চায়েত এলাকায় ক্ষতি হয়েছে বেশকিছু ঘরবাড়িও। বিভিন্ন এলাকা রয়েছে বিদ্যুত্হীন অবস্থায়। গ্রাম পঞ্চায়েতের তরফ থেকে হিসাব করা হচ্ছে ক্ষয়ক্ষতির পরিমাণ।



from Uttarbanga Sambad http://ift.tt/2pwlR4n

May 01, 2017 at 12:10PM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top