ঢাকা::বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার গুলশানের রাজনৈতিক কার্যালয়ে তল্লাশির প্রতিবাদে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে আজ বুধবার সমাবেশ করার অনুমতি চেয়ে ব্যর্থ হয়েছে বিএনপি।
সোমবার ঢাকা মেট্রোপলিটন পুলিশ ও গণপূর্ত অধিদফতরে পৃথক দুটি চিঠিতে আবেদন করে দলটি। কিন্তু পুলিশ অনুমতি দেয়নি। কোনো জবাবও দেয়নি। এতে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থাকার কথা ছিল বেগম খালেদা জিয়ার।
দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী জানান, এখনও পর্যন্ত অনুমতি দেয়নি পুলিশ।
এর আগে, গত শনিবার বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার গুলশান কার্যালয়ে তল্লাশি অভিযান চালায় পুলিশ। আদালতের পরোয়ানা নিয়ে তল্লাশির কথা জানালেও পুলিশ সেখানে কিছু পায়নি। তল্লাশির প্রতিবাদে ওই দিনই দেশের বিভিন্ন স্থানে বিক্ষোভ করেছে বিএনপি ও তাদের অঙ্গ-সহযোগী সংগঠন। পরের দিন রাজধানীসহ সারাদেশে জেলা, উপজেলায় বিক্ষোভ মিছিল হয়।
প্রতিবাদ কর্মসূচির অংশ হিসেবে আজ বুধবার সোহরাওয়ার্দী উদ্যানে সমাবেশ করার অনুমতি চেয়ে সোমবার আবেদন করে বিএনপি।
রবিবার রাতে গুলশানের কার্যালয়ে খালেদা জিয়ার সভাপতিত্বে বিএনপির সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরাম স্থায়ী কমিটির বৈঠকের সিদ্ধান্ত অনুযায়ী বুধবার সোহরাওয়ার্দী উদ্যানে সমাবেশ করার আবেদন করে বিএনপি।
ঢাকা মেট্রোপলিটন পুলিশ কমিশনারের সঙ্গে সাক্ষাৎ করার জন্য বিএনপির একটি প্রতিনিধি দল গতকাল মঙ্গলবার ডিএমপি কার্যালয়ে যায়। সেখানে কয়েক ঘণ্টা বসে থাকার পরও ডিএমপি কমিশনার কিংবা পুলিশের কোনো কর্মকর্তা বিএনপি প্রতিনিধি দলের সঙ্গে কথা বলেননি।
প্রতিনিধি দলে ছিলেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা সদস্য আবুল খায়ের ভূঁইয়া ও দলের কেন্দ্রীয় প্রচার সম্পাদক শহীদউদ্দিন চৌধুরী এ্যানি।
আবুল খায়ের ভূঁইয়া বলেন, অনুমতির ব্যাপারে পুলিশ কিছুই বলছে না।
from ঢাকা – দ্যা গ্লোবাল নিউজ ২৪ http://ift.tt/2qNAmDu
May 24, 2017 at 11:20AM
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন