কুমিল্লায় মাদক ইভটিজিং ও জঙ্গি বিরোধী র‌্যালির

নিজস্ব প্রতিবেদক ● ‘আধারের প্রাচীরে প্রাণের প্রজ্জ্বলন’ এই শ্লোগানকে ধারণ করে কুমিল্লা জেলা পুলিশ প্রশাসনের আয়োজনে এবং ভিক্টোরিয়া কলেজ বিতর্ক পরিষদের (ভিসিডিএস) এর সার্বিক সহযোগিতায় ১ম আন্ত:জেলা মাদক ইভটিজিং এবং জঙ্গিবাদ বিরোধী বিতর্ক প্রতিযোগিতা উপলক্ষ্যে কুমিল্লা মহানগরীতে বর্ণাঢ্য র‌্যালি বের হয়।

র‌্যালির নেতৃত্ব দেন আইজিপি এ কে এম শহীদুল হক বিপিএম, পিপিএম। র‌্যালিতে উপস্থিত ছিলেন-পুনাক সভানেত্রী মিসেস শামসুন্নাহার রহমান, কুমিল্লা পুলিশ সুপার মো: শাহ আবিদ হোসেন বিপিএম, ভাষাসৈনিক আলী তাহের মজুমদার, কুমিল্লা কুমিল্লা পুলিশ সুপারের সহধর্মিণী সুরাইয়া সুলতানা, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মুহম্মদ গোলামুর রহমান, র‌্যাব-১১ এর অধিনায়ক মোস্তফা কায়জার, চাঁদপুর জেলার পুলিশ সুপার শামসুন্নাহার, নারীনেত্রী পাপড়ী বসু, ব্যবসায়িক নেতা শাহ মো: আলমগীর খান, নজরুল গবেষক অধ্যাপক শান্তিরঞ্জন ভৌমিক, বিশিষ্ট শিল্পপতি জাহাঙ্গীর আলম সরকার, কুমিল্লা সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর সৈয়দা বিলকিস আরা বেগম, ন্যাপ নেতা মোহাম্মদ আলী ফারুক, ডা. ইকবাল আনোয়ার, জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক নাজমুল আহসান রুমেল, অধ্যক্ষ সফিকুর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার আবদুল্লাহ আল মামুন, সদর সার্কেল সালেহীন আহম্মেদ ইমন, বিশিষ্ট্য নাট্যকার শাহজাহান চৌধুরীসহ মুক্তিযোদ্ধা, সাংস্কৃতিক ব্যক্তিত্ব, পুলিশের উর্ধ্বতন কর্মকর্তা ও সাংবাদিকবৃন্দ। র‌্যালি শেষে বিতর্ক প্রতিযোগিতার ফাইনাল পুলিশ লাইন মাঠে অনুষ্ঠিত হয়।

ফাইনালের জমকালো বিতর্কে অংশগ্রহণ করে কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজ এবং কুমিল্লা পলিটেকনিক ইন্সটিটিউট। অনুষ্ঠানে প্রধান অতিথি আইজিপি এ কে এম শহীদুল হক বিপিএম, পিপিএম। অনুষ্ঠানে বিভিন্ন পরিবেশনার মধ্যে গ্রোমিং সংসদীয় বিতর্ক, আঞ্চলিক বিতর্কসহ মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের প্রাণবন্তু সমাহার উপস্থাপনে করেন কুমিল্লা ভিক্টোরিয়া কলেজের শিক্ষার্থীরা।

উল্লেখ্য- রোববার কুমিল্লার পুলিশ লাইন্সে কুমিল্লা জেলা পুলিশ আয়োজিত বার্ষিক পুলিশ সমাবেশ ও ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে আইজিপি এ কে এম শহীদুল হক বিপিএম, পিপিএম। তিনি দুই দিনের সফরে কুমিল্লায় আসেন। সোমবার সন্ধ্যায় কুমিল্লা ত্যাগ করেন বলে জানা গেছে।

The post কুমিল্লায় মাদক ইভটিজিং ও জঙ্গি বিরোধী র‌্যালির appeared first on Comillar Barta.



from Comillar Barta http://ift.tt/2qOa5D6

May 22, 2017 at 07:06PM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top