বেঙ্গালুরু, ১৮ মেঃ বৃষ্টিবিঘ্নিত এলিমিনেটর ম্যাচে সানরাইজার্স হায়দরাবাদকে সাত উইকেটে হারিয়ে দ্বিতীয় কোয়ালিফায়ারে জায়গা করে নিল কলকাতা নাইট রাইডর্স। বুধবার বেঙ্গালুরুর চিন্নাস্বামী স্টেডিয়ামে টসে জিতে বোলিংয়ের সিদ্ধান্ত নেন কেকেআর অধিনায়ক গৌতম গম্ভীর। স্লো পিচে কলকাতার বোলারদের নিয়ন্ত্রিত বোলিংয়ে কখনই স্বচ্ছন্দ ছিলেন না হায়দরাবাদের ব্যাটসম্যানরা। ডেভিড ওয়ার্নার (৩৭) ও কেন উইলিয়ামসন(২৪) রানের গতি বাড়ানোর চেষ্টা করলেও খুব একটা সফল হননি। পরেরে দিকে বিজয় শঙ্কর(২২) ও নমন ওঝার(১৬) চেষ্টায় নির্ধারিত ২০ ওভারে ৭ উইকেটে ১২৮ রান তোলে হায়দরাবাদ। চোট সারিয়ে ফিরেই এদিন ৩ উইকেট তুলে নেন নাথান কুল্টার নাইল। উমেশ যাদব পান ২টি উইকেট। সানরাইজার্সের ইনিংস শেষ হওয়ার পরেই শুরু হয় তুমুল বৃষ্টি। অনিশ্চিত হয়ে পড়ে খেলা। খেলা না হলে নিয়ম অনুযায়ী কোয়ালিফায়ারে চলে যেত হায়দরাবাদ। অবশেষে রাত সাড়ে ১২টার কিছু পরে আম্পায়াররা সিদ্ধান্ত নেন, ৬ ওভারের খেলা হবে। ডাকওয়ার্থ লুইস নিয়মে নাইটদের লক্ষ্যমাত্রা দাঁড়ায় ৪৮ রান। কিন্তু ব্যাট করতে নেমেই ব্যাটিং বিপর্যয়ে পড়ে কলকাতা। পরপর দু’বলে ফিরে যান ক্রিস লিন ও ইউসুফ পাঠান। পরের ওভারে আউট হন রবিন উথাপ্পা। এরপর দলের হাল ধরেন অধিনায়ক গম্ভীর। ইশাঙ্ক জাগ্গিকে নিয়ে দলের জয় এনে দেন তিনি। শুক্রবার বেঙ্গালুরুতেই মুম্বইয়ের বিরুদ্ধে কোয়ালিফায়ারে খেলতে নামবে কলকাতা।
from Uttarbanga Sambad | Largest Selling Bengali News paper in North Bengal http://ift.tt/2pVMjUJ
May 18, 2017 at 11:32AM
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন