শ্রীলঙ্কার বন্যায় মৃত ২৩, ঘরছাড়া লক্ষাধিক

কলম্বো, ২৬ মেঃ টানা কয়েকদিনের ব্যাপক বৃষ্টির জেরে বন্যা দেখা দিয়েছে শ্রীলঙ্কায়। এতে মৃত্যু হয়েছে কমপক্ষে ২৩ জনের। নিখোঁজ বহু মানুষ। এখনও পর্যন্ত লক্ষাধিক মানুষ ঘরছাড়া বলে শ্রীলঙ্কার বিপর্যয় মোকাবিলা বাহিনীর তরফে জানানো হয়েছে।

বন্যার জেরে বিভিন্ন জায়গায় ধসের সতর্কবার্তা দিয়েছে শ্রীলঙ্কার জাতীয় আবাসন গবেষণা সংস্থা (এনবিআরও)। রাজধানী কলম্বোতেও ধসের সতর্কবার্তা জারি করা হয়েছে। অপ্রীতিকর ঘটনা এড়াতে দক্ষিণ-পশ্চিম দ্বীপের বাসিন্দাদের ঘর ছেড়ে অন্যত্র যাওয়ার নির্দেশও দিয়েছে শ্রীলঙ্কা সরকার।

অন্যদিকে, শ্রীলঙ্কার নৌসেনা ও বায়ুসেনা যৌথভাবে বন্যাবিধ্বস্তদের সাহায্যে নেমেছে। তারা নৌকা এবং হেলিকপ্টারে করে দুর্গতদের খাদ্য ও ত্রাণসামগ্রী বিতরণ করছে। প্রবল বন্যায় শ্রীলঙ্কার কৃষিকাজও ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছে। বহু গবাদি পশুর মৃত্যু হয়েছে।

প্রসঙ্গত, গতবছর শ্রীলঙ্কায় বন্যা এবং ধসের জেরে শতাধিক মানুষের মৃত্যু হয়েছিল।



from Uttarbanga Sambad | Largest Selling Bengali News paper in North Bengal http://ift.tt/2s3upQl

May 26, 2017 at 08:27PM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top