ঢাকা, ২৯ মে- বাংলাদেশ ভারতের যৌথ প্রযোজনার বস ২ চলচ্চিত্রে ব্যবহৃত গান আল্লাহ মেহেরবান নিয়ে গত কয়েকদিন ধরেই চলছে আলোচনার ঝড়। ধর্মীয় অনুভূতিতে আঘাতের কথা বলে এরইমধ্যে গানটি সরিয়ে নিতে দুটি আইনি নোটিশ পাঠানো হয়েছে জাজ মাল্টিমিডিয়ার কার্যালয়ে। প্রথম চিঠিটি রেজিস্ট্রার ডাকযোগে পাঠান সুপ্রিম কোর্টের আইনজীবী মো. আজিজুল বাশারের পক্ষে আইনজীবী মুহাম্মদ হুজ্জাতুল ইসলাম খান। কয়েক ঘণ্টার ব্যবধানে গত রোববার দ্বিতীয় চিঠিটি পাঠান রাজিন আহমেদ। দুটি নোটিশেই গানটির বিরুদ্ধে ধর্মীয় অবমাননার বিষয়টি উল্লেখ করা হয়েছে। এ বিষয়ে জাজ মাল্টিমিডিয়ার নির্বাহী কর্মকর্তা আলিমুল্লাহ খোকনের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, আমাদের চেয়ারম্যান (আবদুল আজিজ) বর্তমানে জার্মানিতে অবস্থান করছেন। এই গানের বিষয়ে আমি কিছু বলতে চাই না। নোটিশটি আমাদের চেয়ারম্যান পেয়েছেন কি না আমি জানি না, তবে সিইও হিসেবে আমি কোনো নোটিশ পাইনি। খোকন আরো বলেন, যাওয়ার আগে আমাদের চেয়ারম্যান বলেছেন এই নোটিশের বিষয়টি নিয়ে আইনিভাবে এগোতে, উনার একজন ব্যক্তিগত আইনজীবী বিষয়টি দেখছেন। গানটি সম্পর্কে এরইমধ্যে সামাজিক যোগাযোগের মাধ্যমে নেতিবাচক পোস্ট ও মন্তব্য করতে শুরু করেছেন ব্যবহারকারীরা। আর এই বিষয়টি বেশ কৌশলে এড়িয়ে যাওয়া হচ্ছে জাজ মাল্টিমিডিয়ার ভেরিফায়েড ফেসবুক পেইজে। সেখানে গানটিকে স্পনসর করে প্রচার করা হলেও নিচে কোনো মন্তব্য পাওয়া যাচ্ছে না। লাইকের সংখ্যাও তাদের অন্য পোস্টের তুলনায় অনেক কম। বস-২ ছবিটি বাংলাদেশের জাজ মাল্টিমিডিয়া ও জিতের প্রযোজনা প্রতিষ্ঠান জিৎস ফিল্ম ওয়ার্কস প্রাইভেট লিমিটেডের যৌথ প্রযোজনায় নির্মিত হয়েছে। আর/১৭:১৪/২৯ মে
from First Bangla interactive newspaper - Deshe Bideshe http://ift.tt/2qyVVEt
May 30, 2017 at 12:37AM
এতে সদস্যতা:
মন্তব্যগুলি পোস্ট করুন (Atom)
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন