মুম্বাই, ০৬ মে- ভারতীয় একটি সংবাদমাধ্যমের সঙ্গে আলাপকালে বলিউড অভিনেত্রী কঙ্গনা রানাওয়াত জানান, ঝাঁসির রানির প্রতি তিনি অন্য রকম এক সহমর্মিতা অনুভব করেছেন, যিনি কিনা প্রায় একা ব্রিটিশদের বিরুদ্ধে সংগ্রাম করেছিলেন। শিগগিরই আসছে তার নতুন সিনেমা মণিকর্ণিকা-দ্য কুইন অব ঝাঁসি। আর সম্প্রদি ভারতের উত্তর প্রদেশের বারাণসীর দশাশ্বমেধ ঘাটে সিনেমাটির ২০ ফুট একটি পোস্টার উন্মোচন করা হয়। এসময় এ অভিনেত্রী এমনটাই ইঙ্গিত দিয়েছেন। এ অভিনেত্রী বলেন, কোনটি ভুল-সঠিক, ন্যায়-অন্যায় সে বিষয়ে তার ভালো জ্ঞান ছিল। এ বিষয়ে তার সঙ্গে আমার মিল খুঁজে পাই। ব্রিটিশরা তাকে জীবন ও মৃত্যুর মধ্যে একটি বেছে নিতে বলেছিলেন। তিনি মর্যাদাহীনভাবে বাঁচতে চাননি। এটি আমারও দর্শন। একজন নারী হিসেবে আপনি কখনোই সম্মান ছাড়া বাঁচতে পারবেন না। কঙ্গনার এ সিনেমার চিত্রনাট্য লিখেছেন কেভি বিজয়েন্দ্র প্রসাদ, যিনি বাহুবলি, বজরঙ্গি ভাইজানর মতো জনপ্রিয় সিনেমার চিত্রনাট্য লিখেছেন। বিজয়েন্দ্র প্রসাদ যখন তাকে চিত্রনাট্য শুনিয়েছিলেন, সে সময়ের স্মৃতিচারণ করে এ অভিনেত্রী জানান, অনেক সময় তার হাততালি দিতে অথবা শিস বাজাতে ইচ্ছে করত কিন্তু শেষ পর্যন্ত পা ছুঁয়ে আশীর্বাদ নিতেন। কঙ্গনা বলেন, আমি সম্প্রতি বাহুবলি-টু দেখেছি এবং আমার ধারণা এটি একটি অসাধারণ সিনেমা। কিন্তু তিনি (বিজয়েন্দ্র প্রসাদ) আমাকে নিশ্চিয়তা দিয়েছেন মণিকর্ণিকা সিনেমাটিও কোনো অংশে কম হবে না। কামাল জেইন ও জি স্টুডিওস প্রোডাকশনের এ সিনেমাটি তার কাছে একটু বিশেষ উল্লেখ করে কঙ্গনা বলেন, গত ১১ বছর আমি যা করেছি তা আমাকে এ পর্যন্ত নিয়ে এসেছে। এটি আমাকে পরিপূর্ণতা দান করেছে। আমার বয়স এখন ৩০ এবং আমি এটির পর অন্য কোনো পরিচালকের সঙ্গে কাজ করব না। আমি নির্মাতা হিসেবে মনোযোগী হবো। সূত্র: বলিউড হাঙ্গামা আর/১৭:১৪/০৬ মে



from First Bangla interactive newspaper - Deshe Bideshe http://ift.tt/2p7wxJL
May 07, 2017 at 04:44AM
06 May 2017

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

:) :)) ;(( :-) =)) ;( ;-( :d :-d @-) :p :o :>) (o) [-( :-? (p) :-s (m) 8-) :-t :-b b-( :-# =p~ $-) (b) (f) x-) (k) (h) (c) cheer
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.

 
Top