মুম্বাই, ১০ মে- জয় মাহেশমতিবাহুবলি-২ তে এই শৱ্দ যে বজ্রকণ্ঠে শোনা গিয়েছিল। যে বাহুবলির গলায় শোনা গিয়েছিল তাঁর কথাই তাঁর শাসন। কখনও আবার হুঁশিয়ারি দিয়ে বলছেন, দেবসেনার গায়ে হাত দেওয়া মানে মনে করতে হবে বাহুবলির তরোয়ালে হাত দেওয়া। কখনও আবার নিতান্ত সাধাসিধে যুবকের মতো বসছেন মায়ের পাশে, কথা বলেছেন মৃদু স্বরে। কখনও আবার প্রেমিক হয়ে ধরা দিচ্ছেন প্রেমিকার কাছে। ফ্রেমে ফ্রেমে বদলে বদলে যাচ্ছে অনুভূতি। বদলে যাচ্ছে কণ্ঠের ওঠানামা। তবে বাহুবলি২-র হিন্দিতে এই গলার স্ৱর কিন্তু একদম প্রভাসের নয়। ছিল অন্য কারোর। তিনি কে জানেন? শারদ কেলকর। মূলত হিন্দি টেলিভিশন জগতের পরিচিত মুখ তিনি। তবে বড় পর্দাতে বহু অভিনেতারই নেপথ্যে কণ্ঠ হিসেবে থেকেছেন শারদ। যদিও চট করে শুনে কেউ হয়ত বিশ্ৱাসই করতে পারবেন না যে এটা অনেকেই হয়ত বিশ্ৱাস করতে পারবে না। শোনা যাচ্ছে প্রথমটা শুনে করণ জোহরই নাকি বিশ্ৱাস করতে পারেননি যে এটা শারদ কেলকর-এর গলা। বাহুবলির দুটো পার্টের গলায় নাকি শারদ দিয়েছেন। তাই বাহুবলি চরিত্রকে ঠিক যেভাবে প্রভাস বিখ্যাত করে তুলেছেন তাঁর শারীরিক অভিনয়ে, ততটাই কৃতিত্ব প্রাপ্ত শারদেরও, তাঁর বাচিক অভিনয়ের জন্য। আর/১২:১৪/১১ মে



from First Bangla interactive newspaper - Deshe Bideshe http://ift.tt/2q6Hhpk
May 11, 2017 at 06:50AM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top