বিয়েতে সাহায্য চেয়ে মোদিকে চিঠি ছাত্রের

চণ্ডীগড়, ৭ মেঃ প্রেমের সম্পর্ক মেনে নেয়নি দুই পরিবার। এই পরিস্থিতিতে সবকিছু নিয়ন্ত্রণে আনতে প্রধানমন্ত্রীকে চিঠি লিখল মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ের এক ছাত্র। ওই চিঠিতে প্রধানমন্ত্রীকে সে জানিয়েছে, তার প্রেমিকা একজন নার্স। দু’জনের পরিবারই এই বিয়েতে অসম্মত। এই অবস্থায় প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ চায়। শুধু এটাই নয়, প্রধানমন্ত্রীর দপ্তর পিএমওতে চণ্ডীগড় থেকে পাঠানো হয়েছে এমনই অদ্ভূত সব অনুরোধ। এমনকি বাগানে ফুল চুরি হয়ে যাচ্ছে এই বিষয়েও কেউ চিঠি লিখেছে প্রধানমন্ত্রীকে। এগুলি রসিকতা মনে হলেও ঘটনাগুলি একেবারেই সত্যি। সেন্ট্রালাইজড পাবলিক গ্রিভান্স সিস্টেমের মাধ্যমে এই ধরনের অনেক চিঠিই এসে পৌঁছেছে। দেখা গিয়েছে, অন্তত ৬০ শতাংশ চিঠি এমনই উটকো। আপাতত এই সিস্টেমকে কোনোভাবে আরও বাছাইয়ের মধ্যে রাখা যায় কিনা সেব্যাপারে চিন্তাভাবনা করা উচিত বলেই মত ওয়াকিবহাল মহলের।



from Uttarbanga Sambad http://ift.tt/2pTQYcB

May 07, 2017 at 09:31PM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top