বরুড়ায় আ’লীগের আহবায়ক কমিটির বিরুদ্ধে সংবাদ সম্মেলন

বি এম মহসিন ● বরুড়া উপজেলার নবাগত আ’লীগের আহবায়ক কমিটির বিরুদ্ধে অনাস্থা জানিয়ে পূর্বের কমিটির বৈধতার দাবী করেছেন বরুড়া উপজেলার গত আ’লীগ কার্যকারী কমিটির সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান ভূইয়া। তিনি শনিবার দুপরে আ’লীগ কার্যালয়ে সাংবাদিক সম্মেলন করে এ কথা বলেন। এসময় কার্যকরী কমিটির সাংগঠনিক সম্পাদক এ এন এম মইনুল ইসলাম, ইউপি চেয়ারম্যান নূরুল ইসলাম, আ’লীগ নেতা আলী আকবর, আবদুল হাকিম, রুস্তম আলী, আলী আজ্জম, জসিম উদ্দিন  সহ অনেকেই উপস্থিত ছিলেন। লিখিত বক্তব্যে তিনি বলেন পহেলা মার্চ ২০১৭ ওবায়দুল কাদের এমপি সাধারন সম্পাদক বাংলাদেশ আ’লীগ স্বাক্ষরিত কেন্দ্রীয় কার্যনিবার্হী সংসদের অনুমতি ব্যতিত কোন ওয়ার্ড, ইউনিয়ন, পৌর,থানা, উপজেলা ও জেলা শাখা কমিটি ভাংগা বা বিলুপ্ত করা যাবে না। অথছ আমরা বিস্ময়ের সাথে লক্ষ করছি যে, ইতো মধ্যে কোন কোন জেলা তাদের অধিনস্থ ওয়ার্ড/ ইউনিয়ন/ পৌর/ থানা/ উপজেলা/ জেলা কমিটি বিলুপ্ত করা হয়েছে এবং কোন এলাকায় আহবায়ক কমিটি গঠন করা হয়েছে, যা দলের কেন্দ্রীয় কার্যনিবার্হী সংসদের সিদ্ধান্তের সম্পূর্ন পরিপন্থি। উল্লেখ্য দলীয় শৃংখলা ভঙ্গের কারনে যদি কাউকে বহিস্কার করার প্রয়োজন হয়, তাহলে বিষয়টি কেন্দ্রীয় দপ্তরে পাঠাতে হবে। কাউকে বহিস্কার করার এখতিয়ার একমাত্র কেন্দ্রীয় কার্যনিবার্হী সংসদের। অথছ বরুড়া উপজেলায় কেন্দ্রীয় কমিটির সিদ্ধান্ত অবজ্ঞা করে জেলা কমিটি গঠনতন্ত্র  উপেক্ষা করে ১৯৭১ সালের শান্তি বাহিনীর সংগঠক হিসেবে কাজ করেন এমন পরিবারের একজন কে তথা নাছিমুল আলম চৌধুরী নজরুল কে আহবায়ক ঘোষনা করে। যিনি বিগত নির্বাচন গুলোতে নৌকা মার্কার মনোনিত প্রার্থীর বিরোধীতা করেছেন। এমন ব্যাক্তি কে বরুড়া উপজেলা আ’লীগ মেনে নিতে পারে না। বরুড়া উপজেলা আ’লীগ তথাকথিত আ’লীগের আহবায়ক কমিটি কে প্রত্যাখ্যান করে। বরুড়া উপজেলা আ’লীগ কে নিয়ে হুলি খেলা করছে জেলা কমিটি। আজ এজন ভালো, কাল ঐজন ভালো। পুর্বের ন্যায় আবদুল হাকিমের উত্তরসরীরায় বরুড়া উপজেলা আ’লীগের নেতৃত্ব দিবে। তাদের নেতৃত্বে আ’লীগ এগিয়ে যাবে।

The post বরুড়ায় আ’লীগের আহবায়ক কমিটির বিরুদ্ধে সংবাদ সম্মেলন appeared first on Comillar Barta.



from Comillar Barta http://ift.tt/2qcPcU1

May 13, 2017 at 07:16PM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top