ঢাকা::
বাংলাদেশে নরসিংদীর গাবতলীর উত্তরপাড়ায় সন্দেহভাজন জঙ্গি আস্তানায় সকালে অভিযান চালানোর পর, বাড়িটির ভেতর থেকে পাঁচজন ‘সন্দেহভাজন জঙ্গি’ আত্মসমর্পণ করেছে বলে র্যাব জানিয়েছে।
র্যাবের আইন ও গণমাধ্যম শাখার পরিচালক মুফতি মাহমুদ খান বলেছেন, বাড়িটির ভেতরে থাকা পাঁচজনই তাদের আহ্বানে সাড়া দিয়ে আত্মসমর্পণ করেছেন।
এখন জিজ্ঞাসাবাদের জন্য তাদের ঢাকায় নিয়ে আসা হচ্ছে।
এছাড়া গতকাল থেকে ঘেরাও করে রাখা বাড়িটিতে এখন র্যাবের গোয়েন্দা তল্লাশি চালাচ্ছেন বলেও জানিয়েছেন মি. খান।
তবে, স্থানীয় সাংবাদিক সুমন মোল্লা জানিয়েছেন, বাড়িটিতে কোন অস্ত্র বা বিস্ফোরক রয়েছে কিনা সে সম্পর্কেএখনো কিছু জানা যায়নি।
এদিকে, আত্মসমর্পণকারীদের স্বজনেরা উপস্থিত হয়েছেন ঘটনাস্থলে।
সকালে র্যাব জানিয়েছিল, সিলেটে আতিয়া মহলে জঙ্গি অভিযানের পর সেখান থেকে যারা পালাতে পেরেছে, তাদের একটি অংশ ঢাকার আশপাশে অবস্থান নিয়ে আছে বলে র্যাবের কাছে তথ্য ছিল।
এরপর গোয়েন্দা তথ্যের ভিত্তিতে কিছু জঙ্গি নরসিংদীর গাবতলী এলাকায় অবস্থান করছে বলে তারা নিশ্চিত হয়েছেন বলে জানান মি. খান।
from ঢাকা – দ্যা গ্লোবাল নিউজ ২৪ http://ift.tt/2qDkuU0
May 21, 2017 at 11:21AM
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন