কানাডা:টরন্টো, ২৬মে - বৌদ্ধ ধর্মালম্বীদের প্রধানতম ধর্মীয় উৎসব বুদ্ধ পূর্ণিমা উপলক্ষে গত রোববার বাংলাদেশ বুড্ডিষ্ট এসোসিয়েশন অব কানাডা, এক অনুষ্ঠানের আয়োজন করে। নগরীর বার্মিজ মহাধাম্মিকা বৌদ্ধ মন্দিরে আয়োজিত এ অনুষ্ঠানে নগরীর বিভিন্ন প্রান্তে বসবাসকারী বাংলাদেশি বৌদ্ধ সম্প্রদায়ের নারী-পুরুষ অংশগ্রহণ করেন। অনুষ্ঠানের শুরুতে সমবেত প্রার্থনার মাধ্যমে বুদ্ধের বেদীতে ফুল, প্রদীপ ও আহার্য উৎসর্গ করা হয় । ভান্তে কোবিদা মহাথেরোর সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত ভাষণ দেন বাংলাদেশ বুড্ডিস্ট এসোসিয়েশন অব কানাডার সভাপতি কুসুম বড়ুয়া। এর পরপর সমবেত কন্ঠে ধর্মীয় সংগীত পরিবেশন করেন, শ্রাবণী, সূচনা এবং মোনালিসা! অনুষ্ঠানে রণৎ চৌধুরীর নেতৃত্বে সমবেতভাবে পঞ্চশীল প্রার্থনা করা হয় এবং ভিক্ষুসংঘের সূত্রপাঠ করে সার্বজনীন মঙ্গল কামনা করা হয়। ভিক্ষু সংঘকে পিন্ডদানের পর অনুষ্ঠানের দ্বিতীয় পর্ব শুরু হয় । শুরুতে বুদ্ধ পূর্ণিমার তাৎপর্য এবং মূলনীতি নিয়ে সংক্ষিপ্ত আলোচনা করেন প্রকৌশলী অশোকাঙ্কুর বড়ুয়া । ঐদিনের আয়োজনের বিশেষ আরেকটা দিক ছিলো এই প্রজন্মের কৃতি শিক্ষার্থীদের সম্মাননা প্রদান । উক্ত অনুষ্ঠানে বিভিন্ন বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক ডিগ্রী প্রাপ্ত তিনজনকে এবং পি এইচ- ডি ডিগ্রী প্রাপ্ত একজনকে সম্মাননা প্রদান করা হয় । ডিগ্রী প্রাপ্তরা হলো, সূচনা বড়ুয়া , তৃণা বড়ুয়া এবং প্রদীপ্তা বড়ুয়া । মৃন্ময় বড়ুয়াকে পিএইচ-ডি ডিগ্রী অর্জনের জন্য সম্মাননা প্রদান করা হয় । সমগ্র অনুষ্ঠান সাবলীলভাবে উপস্থাপনা করেছেন বনফুল ও সীমা বড়ুয়া । সংগঠনের সম্পাদক অসিত বড়ুয়া এই অনুষ্ঠানে উপস্থিতি এবং সহযোগিতার জন্য সবাইকে ধন্যবাদ জ্ঞাপন করে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষনা করেন। এ আর
from First Bangla interactive newspaper - Deshe Bideshe http://ift.tt/2qWP0Io
May 27, 2017 at 04:52AM
এতে সদস্যতা:
মন্তব্যগুলি পোস্ট করুন (Atom)
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন