দোহা, ৩১ মে- কাতারে সড়ক দুর্ঘটনায় মো. আকরাম হোসেন (২৭) নামে এক বাংলাদেশি তরুণ নিহত হয়েছেন। সোমবার (২৯ মে) রাতে কাতারের আল খোর হাইওয়ে রোডে একটি প্রাইভেটকারের ধাক্কায় ঘটনাস্থলেই তিনি নিহত হন। নিহত মো. আকরাম হোসেন চট্টগ্রামের সন্দ্বীপ উপজেলার মাইটভাঙ্গা ইউনিয়নের ৮ নং ওয়ার্ডের মোক্তাদের জামানের ছেলে। নিহতের মরদেহ স্থানীয় দোহা হামাদ হাসপাতাল মর্গে রাখা হয়েছে। তিনি কাতারে বিন শুক গ্রুপ কোম্পানিতে কর্মরত ছিলেন। চার বছর আগে তিনি এই কোম্পানিতে চাকরি নিয়ে কাতারে আসেন। নিহতের বড় ভাই কাতার প্রবাসী ইকবাল হোসেন বলেন, সোমবার ইফতার করে রাতে বাসা থেকে আল খোরে ঘুরতে বের হয় তার ভাই। রাতে বাসায় না ফেরায় ও মোবাইল ফোন বন্ধ পাওয়ার কারণে মঙ্গলবার সকালে কাতারের বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজি করি তাকে। এরপর কাতার পুলিশের সাহায্য নিলে আল খোর হামাদ হাসপাতালে তার মরদেহ পাওয়া যায়। তিনি বলেন, এরপর জানা যায়, ওই হাইওয়ে রোডে প্রাইভেটকারের ধাক্কায় ঘটনাস্থলেই আমার ভাইর মৃত্যু হয়। কাতার বাংলাদেশ দূতাবাসের প্রথম শ্রম সচিব রবিউল ইসলাম জানান, নিহতের মরদেহ দ্রুত দেশে তাদের পরিবারের কাছে পাঠানো হবে। ধাক্কা দেয়া প্রাইভেটকারের মালিকের কাছ থেকে ক্ষতিপূরণ আদায়ের ব্যবস্থা করা হবে বলেও জানান তিনি। আর/১০:১৪/৩১ মে



from First Bangla interactive newspaper - Deshe Bideshe http://ift.tt/2qD5Jgq
May 31, 2017 at 06:20AM
31 May 2017

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

:) :)) ;(( :-) =)) ;( ;-( :d :-d @-) :p :o :>) (o) [-( :-? (p) :-s (m) 8-) :-t :-b b-( :-# =p~ $-) (b) (f) x-) (k) (h) (c) cheer
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.

 
Top