প্রকাশ্য দিবালোকে কিশোর-কিশোরীদের বিয়ার পার্টি তুফানগঞ্জ রেল স্টেশনে

তুফানগঞ্জ, ২৫ মেঃ দিনের আলোতেই প্রকাশ্যে বসল বিয়ার পার্টি। ঘটনাস্থল তুফানগঞ্জ রেল স্টেশন। অংশগ্রহণকারী সদস্যরা হল একদল কিশোর-কিশোরী। এই ঘটনায় আরও একবার প্রশ্নের মুখে পড়তে হল রেল কর্তৃপক্ষকে।

বুধবার দুপুরে আট-নয়জন কিশোর কিশোরীর একটি দল বিয়ার নিয়ে উপস্থিত হয় তুফানগঞ্জ রেল স্টেশনে। ঘটনার ছবি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে যায়। এদিকে এই ঘটনা সম্পর্কে রেল কর্তৃপক্ষকে জিজ্ঞেস করা হলে তারা জানায় এই ঘটনাটি তাদের আজানা ছিল।

এমনিতেই তুফানগঞ্জ রেল স্টেশন নিয়ে তুফানগঞ্জবাসীর অভিযোগের শেষ নেই।  নিরাপত্তা ব্যবস্থা নেই। আলোর ব্যবস্থাও নেই। নানান অপরাধমূলক কাজের স্বর্গরাজ্য হয়ে উঠেছে তুফানগঞ্জ রেল স্টেশন।

আরপিএফ ইন্সপেক্টর সঞ্জয় প্রসাদ জানান, ‘তুফানগঞ্জ রেল স্টেশনে আলো বাড়ানোর আর্জি জানিয়েছিলাম। কিন্তু এখনও ব্যবস্থা হয়নি। এদিকে রেল পুলিশ সংখ্যায় কম। শুধুমাত্র একজন রেলপুলিশ দেওয়া হয়েছে তুফানগঞ্জ রেল স্টেশনে। তিনি রাতেই কাজ করেন। দিনের বেলায় এমন ঘটনায় রেল পুলিশের সঙ্গে আলোচনার মাধ্যমে সমাধানসূত্র বের করা হবে।’



from Uttarbanga Sambad | Largest Selling Bengali News paper in North Bengal http://ift.tt/2rl7wLT

May 25, 2017 at 08:32PM
25 May 2017

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

:) :)) ;(( :-) =)) ;( ;-( :d :-d @-) :p :o :>) (o) [-( :-? (p) :-s (m) 8-) :-t :-b b-( :-# =p~ $-) (b) (f) x-) (k) (h) (c) cheer
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.

 
Top