অস্পৃশ্যতার অভিযোগ ইয়েদুরাপ্পার বিরুদ্ধে, অস্বীকার করল দল

বেঙ্গালুরু, ২২ মেঃ দলিতের বাড়ি গিয়ে সেখানে হোটেল থেকে কিনে আনা ইডলি খেয়ে বিতর্কের মুখে পড়লেন কর্নাটকের প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা রাজ্য বিজেপি সভাপতি বিএস ইয়েদুরাপ্পার বিরুদ্ধে।

মান্ড্যর বাসিন্দা জনৈক ডি ভেঙ্কটেশ, ইয়েদুরাপ্পার বিরুদ্ধে অস্পৃশ্যতার অভিযোগ তুলে বলেছেন, গত শুক্রবার দলের সিনিয়র নেতা কেএস ঈশ্বরাপ্পা, অনন্ত কুমার ও আরও কয়েকজনকে নিয়ে প্রাতঃরাশ সারতে চিত্রাদূর্গ জেলার এক দলিতের বাড়িতে ওঠেন ইয়েদুরাপ্পা। সেখানে যে খাবার তিনি খান সেগুলো কিনে আনা হয়েছিল এক হোটেল থেকে।

বিজেপির পক্ষ থেকে অবশ্য সোমবার দলিত পরিবারের প্রতি অস্পৃশ্যতামূলক আচরণের অভিযোগ উড়িয়ে দেওয়া হয়েছে। দলের রাজ্য শাখার মিডিয়া ইন চার্জ দাগ্গে শিবপ্রকাশ বলেন, ‘ইয়েদুরাপ্পা ভালবাসেন বলেই হোটেল থেকে ইডলি, বড়া কিনে আনা হয়। তিনি ওই দলিতের ঘরে বানানো পোলাও তো খেয়েছেন।’

দলের মুখপাত্র জানান, বিজেপির জনপ্রিয়তা দেখে রাজনৈতিকভাবে উদ্দেশ্যপ্রনোদিত এই অভিযোগ করা হচ্ছে।

 



from Uttarbanga Sambad | Largest Selling Bengali News paper in North Bengal http://ift.tt/2rH3SsV

May 22, 2017 at 01:43PM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top