মুম্বাই, ১৩ মে- ১০০০ কোটির মাইলস্টোন কবেই ছাপিয়ে গিয়েছে। এখন যতদূর এগোনো সেটাই নতুন রেকর্ড। বাহুবলীর বিজয়রথ থামাবার মতো ধারে কাছে আর কোনও ছবিই নেই। এ সপ্তাহে নতুন ছবি মুক্তি পেয়েছে বটে। কিন্তু বাহুবলীর সঙ্গে পাল্লা দিতে পারবে বলে মনে হয় না। অন্তত প্রথম দিনে ছবিগুলির উপার্জন সে ইঙ্গিতই দিচ্ছে। ফলে নতুন রেকর্ডের দিকে বাহুবলী ২ যে আগাচ্ছে এমনটা বলাই যায়। বাহুবলীর এই সাফল্যের পিছনে প্রত্যেক কলাকুশলীদেরই সমান ভূমিকা আছে। যতখানি কৃতিত্ব কাটাপ্পার, ততখানি কৃতিত্ব শিবগামীরও। কিন্তু কে এ ছবিতে সবথেকে বেশি পারিশ্রমিক পেয়েছিলেন? অনেকেই এ প্রশ্নের উত্তরে প্রভাসকেই চিহ্নিত করছেন। বাহুবলীর প্রথম পর্ব থেকে দ্বিতীয় পর্বে-যেভাবে তিনি গোটা ছবিটিকে ধরে রেখেছেন, সাফল্যে উত্তীর্ণ করেছেন, তাতে তারই পারিশ্রমিক বেশি হওয়া উচিত ছিল। কিন্তু তিনি নয়। এ ছবির জন্য তিনি পেয়েছেন ২৫ কোটি টাকা। বাহুবলীর প্রায় সমান জনপ্রিয়তা ছিল কাটাপ্পার জন্যও। কিন্তু তিনিও খুব বেশি পারিশ্রমিক পাননি। এই চরিত্রের জন্য অভিনেতা সত্যরাজ পেয়েছেন মাত্র ২ কোটি টাকা। এরপরেই দর্শকের পছন্দে এগিয়ে ছিলেন শিবগামী। কিন্তু সে চরিত্রের অভিনেত্রী রাম্য কৃষ্ণণ এ ছবির সর্বোচ্চ পারিশ্রমিক পাওয়া শিল্পী নন। তার পারিশ্রমিক ছিল, ২.৫ কোটি টাকা। তাহলে দেবসেনা ছাড়া আর কে হতে পারে! অনুষ্কা শেট্টি যেভাবে সকলের মন জয় করেছেন তাতে এ ছবির সাফল্যের কৃতিত্ব অনেকটাই তার প্রাপ্য। কিন্তু এ ছবির জন্য তিনি পারিশ্রমিক পেয়েছেন ৫ কোটি টাকা। অপর নায়িকা তমান্না ভাটিয়াও পেয়েছেন তাই-ই। যে ভল্লালদেবকে কেউই পছন্দ করেননি, তার পারিশ্রমিক কত জানেন? তিনি পেয়েছেন ১৫ কোটি। তাহলে এ ছবিতে সর্বোচ্চ পারিশ্রমিক পাওয়া শিল্পী কে? তিনি অবশ্যই পরিচালক এস এস রাজামৌলি। এক সর্বভারতীয় সংবাদমাধ্যমের তথ্য অনুযায়ী, এ ছবির জন্য পরিচালক পেয়েছেন সর্বোচ্চ ২৮ কোটির প্যাকেজ। যার ভাবনায় গোটা দেশ বাহববলীতে মজেছে, তিনি ছাড়া আর কে সর্বোচ্চ পারিশ্রমিক পেতে পারেন! আর/০৭:১৪/১৩ মে
from First Bangla interactive newspaper - Deshe Bideshe http://ift.tt/2r30NWx
May 13, 2017 at 02:19PM
এতে সদস্যতা:
মন্তব্যগুলি পোস্ট করুন (Atom)
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন