রায়গঞ্জে পুরভোটে বোমাবাজি ও আগ্নেয়াস্ত্র নিয়ে দাপাদাপির অভিযোগ

রায়গঞ্জ, ১৪মেঃ রাস্তায় রাস্তায় আগ্নেয়াস্ত্র নিয়ে দাপাদাপি। বেশ কয়েকটি বুথে বোমাবাজির পাশাপাশি রায়গঞ্জ শহরের ২৭টি ওয়ার্ডের মধ্যে ১৯ টি ওয়ার্ডে বুথ জ্যাম করে ছাপ্পা ভোটের অভিযোগ উঠল তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে। ১৮ নম্বর ওয়ার্ডের বুথ হয়েছে করোনেশন হাইস্কুলে। সেখানে দাঁড়িয়ে থাকা ভোটারদের পিস্তল উঁচিয়ে ভোটারদের তৃণমূল প্রার্থীকে ভোট দেবার জন্য হুমকি দিতে শুরু করে কয়েকজন। তবে হুমকি দিতেই  রুখে দাঁড়ান ভোটাররা। ওই দুস্কৃতীদের ভোটাররা ধাওয়া করে ধরে ফেলেন। অত্যাধুনিক পিস্তল সহ তাদের পুলিশের হাতে তুলে দেওয়া হয়। অন্য দিকে রায়গঞ্জ শহরের ২৪ নম্বর ওয়ার্ডের কলেজপাড়া এলাকায় একটি প্রাথমিক বিদ্যালয়ের ভোটগ্ৰহণ কেন্দ্রে দুটি বোমা ছোড়ে দুষ্কৃতীরা। বোমার বিকট শব্দ শুনে সেখান থেকে ভয়ে চলে যান ভোটাররা। এই প্রসঙ্গে রায়গঞ্জের বিধায়ক তথা পুরসভার প্রাক্তন চেয়ারম্যান মোহিত সেনগুপ্ত বলেন, ‘রায়গঞ্জ শহরের ২৭ টি ওয়ার্ডেই ছাপ্পা ভোট দিচ্ছে তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা। পুলিশকে জানিয়েও কোন সুরাহা হয়নি। পুলিশ ও তৃণমূল একত্রিত হয়ে ছাপ্পা ভোটে অংশ নিয়েছে।’



from Uttarbanga Sambad | Largest Selling Bengali News paper in North Bengal http://ift.tt/2rdzEN9

May 14, 2017 at 11:21AM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top