৫০০ টাকা দিয়ে সদস্য পদ নবায়ন করলেন প্রধানমন্ত্রী

fঢাকা::মাত্র ২০ টাকা দিয়েই আওয়ামী লীগের সদস্য পদ নবায়ন করা যায়। সেখানে দলের সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা ৫০০ টাকা দিয়ে নিজের সদস্য পদ নবায়ন করলেন।

আজ শনিবার সকালে গণভবনে অনুষ্ঠিত আওয়ামী লীগের বর্ধিত সভায় তিনি নিজের সদস্য পদ নবায়ন করেন। এ সময় প্রধানমন্ত্রী বলেন, ‘২০ টাকা কেন, ১০০ টাকা দেবো, ৫০০ টাকা দেবো। বেশি দিলে তো আপত্তি নেই।’

সভায় দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেন, ‘২০ টাকা দিয়েই আপনারা সদস্য পদ নবায়ন করতে পারবেন।’

নিজের সদস্য পদ নবায়ন করার মধ্য দিয়ে শেখ হাসিনা দলীয় সদস্য পদ নবায়ন এবং সারাদেশে সদস্য সংগ্রহ অভিযানের উদ্বোধন করেন। দলের নতুন সদস্য হিসেবে যোগ দিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক শফিউল আলম ভুইয়া ও ব্যারিস্টার ফারজানা বেগম।

দলের নেতা-কর্মীদের উদ্দেশে প্রধানমন্ত্রী বলেন, ‘দলকে শক্তিশালী সংগঠন হিসেবে গড়ে তুলতে হবে। তাই দ্রুত সদস্য সংগ্রহ অভিযান শুরু করুন।’

প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপত্বিতে বর্ধিত সভায় আওয়ামী লীগ কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদ,  উপদেষ্টা পরিষদ, জাতীয় পরিষদ সদস্যরা, মন্ত্রিপরিষদের সদস্য ও সংসদ সদস্য, সব জেলা ও মহানগর আওয়ামী লীগের সভাপতি, সাধারণ সম্পাদক, দফতর ও উপ-দফতর সম্পাদক, প্রচার ও প্রকাশনা, উপ-প্রচার ও প্রকাশনা সম্পাদক এবং তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদকরা উপস্থিত রয়েছেন।



from ঢাকা – দ্যা গ্লোবাল নিউজ ২৪ http://ift.tt/2ro5LNQ

May 20, 2017 at 04:44PM
20 May 2017

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

:) :)) ;(( :-) =)) ;( ;-( :d :-d @-) :p :o :>) (o) [-( :-? (p) :-s (m) 8-) :-t :-b b-( :-# =p~ $-) (b) (f) x-) (k) (h) (c) cheer
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.

 
Top