দুদক অফিসে কান্নায় ভেঙে্গ পড়লেন আপন জুয়েলার্সের মালিক…

সুরমা টাইমস ডেস্কঃঃস্বর্ণ যদি অবৈধ হয়ে থাকে তাহলে বাংলাদেশে কারও স্বর্ণ বৈধ নয়। আমার সন্তান অপরাধ করেছে, আমি তার শাস্তি চাই। এজন্য আদালত আছে। আদালত যে শাস্তি দেবে আমরা সেটা মেনে নিব।

দিলদার বলেন, ৪০ বছর ধরে ব্যবসা করছি। সব কাগজপত্র তো আর সংগ্রহ করে রাখা সম্ভব হয়নি। এছাড়া অনেক পুরনো কারিগর ছিলো যারা এখন আর কাজ করেন না। সবকিছু মিলিয়ে এখন যেকোনো কাগজপত্র চাইলেই আমরা তৎক্ষণাত দেখাতে পারি না। এজন্য আমাদের সময়ের প্রয়োজন। সঙ্গে সরকারের সুদৃষ্টিও প্রয়োজন।

আপন জুয়েলার্সের অপর মালিক গুলজার আহমেদ বলেন, বাবার বয়স এখন ৭৮ বছর। নিজ হাতে এক এক করে তিনি এই প্রতিষ্ঠানটি গড়ে তোলেন। কিন্তু একটি ঘটনায় আমাদের পুরো সম্মান হানি হয়েছে। আজ সকালে একজন ফোনে বললেন, ‘ভাই স্বর্ণ বানাতে দিয়েছি। কিন্তু আমার বিয়ে বন্ধ হয়ে আছে। হয় স্বর্ণ দেন, না হয় সম্পর্ক থাকতে টাকাগুলো ফেরত দিয়ে দেন। এভাবে কথাগুলো বলতে বলতে কেঁদে ফেলেন গুলজার আহমেদ।

অপর ভাই আজাদ আহমেদ বলেন, কোনো একদিন হয়তো আমরা পাপ করেছিলাম। তার শাস্তি এভাবে পাব তা কখনো ভাবিনি। শুল্ক গোয়েন্দা ও সরকারের সুদৃষ্টি ছাড়া কোনোভাবেই এই সমস্যার সমাধান করা সম্ভব নয়।
– See more at: http://ift.tt/2rR8xuY



from Sylhet News | সুরমা টাইমস http://ift.tt/2qxCWL9

May 30, 2017 at 08:33PM
30 May 2017

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

:) :)) ;(( :-) =)) ;( ;-( :d :-d @-) :p :o :>) (o) [-( :-? (p) :-s (m) 8-) :-t :-b b-( :-# =p~ $-) (b) (f) x-) (k) (h) (c) cheer
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.

 
Top