শিবগঞ্জে ট্রাকের ধাক্কায় এক শিশু আহত

চাঁপাইনবাবগঞ্জ-সোনামসজিদ মহাসড়কের কয়লাবাড়ি ট্রাক টার্মিনাল মোড়ে ট্রাকের ধাক্কায় ৬ বছরের শিশু গুরুত্বর আহত হয়েছে। আহত ওই শিশু শ্যামপুর ইউনিয়নের কয়লার দিয়াড় গ্রামের সেলিম রেজার মেয়ে সুমাইয়া খাতুন (৬)। প্রত্যক্ষদর্শীরা জানায়, রোববার দুপুর একটার দিকে উপজেলার কয়লাবাড়ি ট্রাক টার্মিনাল মোড়ের রাস্তা পার হচ্ছিল সুমাইয়া। এসময় চাঁপাইনবাবগঞ্জগামী একটি পণ্যভর্তি ট্রাক ঢাকা মেট্রো-ট- ১৮-২০৪৯ সুমাইয়াকে ধাক্কায় দিলে গুরুত্বর আহত হয়ে রাস্তায় ছিঁটকে পড়ে যায়। আহত অবস্থায় তাকে উদ্ধার করে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। পরে তার অবস্থা অবনতি হওয়ায় উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। স্থানীয় জনতা ঘাতক ট্রাকটিকে আটক করলেও চালক পালিয়ে যায়।

চাঁপাইনবাবগঞ্জ নিউজ/ নিজস্ব প্রতিবেদক/ ০১-০৫-১৭


from Chapainawabganjnews http://ift.tt/2qpRAof

May 01, 2017 at 12:14PM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top