নিজস্ব প্রতিবেদক ● কুমিল্লার ১৬ উপজেলার ভূমিহীন ও অসচ্ছল ১৩২ মুক্তিযোদ্ধা পাচ্ছেন বসবাসের জন্য আবাসন ‘বীর নিবাস’। সরকারি উদ্যোগে তাদের বাসস্থানের জন্য আবাসন নির্মাণ প্রকল্পের কাজ এগিয়ে চলেছে। প্রতিটি বাসস্থানের প্রাক্কলিত মূল্য ৯ লাখ ১৪ হাজার ২৪ টাকা। এরই মধ্যে ১২১ পরিবারের বাসস্থান নির্মাণ প্রকল্পের কাজের অনুমোদন পাওয়া গেছে এবং ৯৪টির নির্মাণ কাজ সম্পন্ন করে সংশ্লিষ্ট মুক্তিযোদ্ধার নিকট হস্তান্তর করা হয়েছে। তারা পরিবার-পরিজন নিয়ে নির্মিত এসব বাড়িতে স্বাচ্ছন্দ্যে বসবাস করছেন। প্রধানমন্ত্রীর উপহার ‘বীর নিবাস’ পেয়ে ভূমিহীন ও অসচ্ছল মুক্তিযোদ্ধারা এখন আনন্দে উচ্ছ্বসিত। স্থানীয় সরকার প্রকৌশল বিভাগ (এলজিইডি) কুমিল্লা কার্যালয় সূত্রে এসব তথ্য জানা গেছে।
এলজিইডি-কুমিল্লা কার্যালয় সূত্রে জানা যায়, ২০১৩ সালে সরকার ভূমিহীন ও অসচ্ছল মুক্তিযোদ্ধাদের বাসস্থান নির্মাণ প্রকল্প গ্রহণ করে। এ প্রকল্পের আওতায় ২০১৭ সালের এপ্রিল পর্যন্ত জেলার ১৬টি উপজেলা এলাকার ১৩২ জন মুক্তিযোদ্ধা পরিবারের তালিকা করা হয়। এর মধ্যে জেলার দেবিদ্বারে ১৯, চৌদ্দগ্রামে ১৭টি, মুরাদনগরে ১৬, ব্রাহ্মণপাড়ার ১৪, আদর্শ সদরের ৮, সদর দক্ষিণের ৮, বুড়িচংয়ের ৮, বরুড়ার ৭, নাঙ্গলকোটের ৭, চান্দিনার ৬, দাউদকান্দির ৬, হোমনার ৫, তিতাসের ৪, মেঘনার ৩, মনোহরগঞ্জের ২ ও লাকসামের ২টি পরিবার রয়েছে। সূত্র জানায়, এসব পরিবারের জন্য প্রতিটি ৯ লাখ ১৪ হাজার ২৪ টাকা প্রাক্কলিত মূল্যের বাসস্থানে দুটি শয়নকক্ষ, একটি বসার কক্ষ, একটি রান্নাঘর, একটি বারান্দা, একটি টয়লেট ও একটি টিউবওয়েলসহ পাঁচশ’ বর্গফুটের আবাসন এবং গৃহের বাইরে একটি পাকা উঠান, একটি গোয়ালঘর ও একটি পোলট্রি শেড নির্মাণের লক্ষ্যমাত্রা গ্রহণ করা হয় এবং চলতি বছরের ডিসেম্বরের মধ্যে এসব প্রকল্পের কাজ সম্পন্ন করার জন্য সংশ্লিষ্ট ঠিকাদারকে সময় বেঁধে দেয়া হয়েছে।
এলজিইডি কুমিল্লার নির্বাহী প্রকৌশলী স্বপন কান্তি পাল জানান, জেলার ১৬টি উপজেলায় ১৩২টি বাসস্থান নির্মাণের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। এর মধ্যে ৩৫টি প্যাকেজের আওতায় ১২১টি আবাসন নির্মাণের অনুমোদন পাওয়া গেছে এবং ৯৪টি বাসস্থানের নির্মাণ কাজ এরই মধ্যে সম্পন্ন করা হয়েছে। তিনি আরো জানান,‘ভূমিহীন ও অসচ্ছল বীর মুক্তিযোদ্ধাদের জন্য এ প্রকল্প প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহার। প্রতিটি বাসস্থানের নামকরণ করা হয়েছে ‘বীর নিবাস’। গুণগতমান বজায় রেখে সবগুলো বাসস্থান নির্মাণের কাজ দ্রুতগতিতে চলছে।
The post কুমিল্লার ৯৪ ভূমিহীন মুক্তিযোদ্ধা পেলেন ‘বীর নিবাস’ appeared first on Comillar Barta.
from Comillar Barta http://ift.tt/2rwayNy
May 29, 2017 at 10:34AM
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন