বার্ন, ২৪ মে- চলে গেলেন জেমস বন্ড তারকা স্যার রজার মুর। তুমুল জনপ্রিয় জেমস বন্ড চরিত্রে অভিনয় করা ব্রিটিশ এই অভিনেতা ক্যান্সারে আক্রান্ত হয়ে মঙ্গলবার সুইজারল্যান্ডে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৯ বছর। রজার মুরের মৃত্যুর খবর টুইটারে নিশ্চিত করেছে তার পরিবার। ব্রিটিশ গণমাধ্যম ইনডিপেনডেন্টের খবরে বলা হয়েছে, ক্যানসারের সঙ্গে অল্প কিছুদিন লড়াই করার পর আজ সুইজারল্যান্ডে স্যার রজার মুরের মৃত্যু হয়েছে। টুইটারে রজার মুরের পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে, খুব অল্প দিন হলেও ক্যানসারের সঙ্গে তুমুল লড়াই করে হেরে গেলেন রজার মুর। তার শেষ ইচ্ছা অনুযায়ী মোনাকোতে শেষকৃত্য করা হবে। জীবনে চারবার বিয়ে করেন রজার মুর। তার মৃত্যুর সময় পাশে ছিলেন চতুর্থ স্ত্রী ক্রিস্টিনা থলস্ট্রাপ এবং তিন সন্তান ডেবরা, জেফ্রি ও ক্রিস্টিয়ান। ১৯২৭ সালে লন্ডনে জন্ম নেওয়া রজার মুর তার কেরিয়ার শুরু করেছিলেন মডেল হিসেবে। পঞ্চাশের দশকের শুরুতে খ্যাতনামা প্রযোজনা সংস্থা এমজিএম-এর সঙ্গে পাঁচ বছরের চুক্তিতে আবদ্ধ হন মুর। তবে বড় পর্দায় নয়, সাফল্যের স্বাদ মুর পেয়েছেন ছোটপর্দার হাত ধরেই। সত্তরের দশকের দুই টিভি সিরিজ দ্য সেইন্ট এবং দ্য পারসুয়েডার্স-এর কল্যাণেই জনপ্রিয় তারকায় পরিণত হন তিনি। মুর-এর কাছে জেমস বন্ড চরিত্রে অভিনয়ের প্রস্তাব এসেছিল ষাটের দশকের শেষেই। কিন্তু টিভি সিরিজ নিয়ে ব্যস্ত থাকার কারণে সেই সময় এই প্রস্তাবে রাজি হননি মুর। তবে আরেক কিংবদন্তি বন্ড অভিনেতা শন কনারির এই চরিত্র থেকে সরে দাঁড়ানোর পর নির্মাতাদের প্রস্তাব আর ফেলতে পারেননি মুর। আর এভাবেই ১৯৭৩ সালের হিট সিনেমা লিভ অ্যান্ড লেট ডাই-এর মাধ্যমে বন্ড জগতে প্রবেশ রজার মুরের, যে যাত্রা সফলভাবে টিকেছিল পরবর্তী এক যুগ! ১৯৭৩ থেকে ১৯৮৫ সাল পর্যন্ত সাতটি জেমস বন্ড চরিত্রে অভিনয় করেছেন রজার মুর। এগুলোর মধ্যে আছে লাইভ অ্যান্ড লেট ডাই ও দ্য স্পাই হু লাভড মি ছবি। বন্ড চরিত্রে তাঁর অভিনয়ের অভিজ্ঞতাসহ আরও নানা বিষয় নিয়ে বন্ড অন বন্ড নামে একটি বই লিখেছেন। তাঁর লেখা আত্মজৈবনিক গ্রন্থ মাই ওয়ার্ল্ড ইজ মাই বন্ড। অভিনয়ের বাইরে মুর পরিচিত ছিলেন তার মানবিক দিকের জন্য। প্রিয় বন্ধু অড্রে হেপবার্নের অনুরোধে জাতিসংঘের শুভেচ্ছা দূতে পরিণত হন তিনি। ব্রিটেনের রাজ পরিবারের তরফ থেকে যেকারণে ২০০৩ সালে তাকে নাইট উপাধিতে ভূষিত করা হয়। আর/১২:১৪/২৪ মে



from First Bangla interactive newspaper - Deshe Bideshe http://ift.tt/2rxCBMh
May 24, 2017 at 06:36AM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top